হোম /খবর /দেশ /
করোনাকে পাত্তা না দিয়েই মহারাষ্ট্রে, জৈন সাধুর অভ্যর্থনায় শয়ে শয়ে মানুষের জমায়েত

করোনাকে পাত্তা না দিয়েই মহারাষ্ট্রে, জৈন সাধুর অভ্যর্থনায় শয়ে শয়ে মানুষের জমায়েত!

পুলিশের নজর এড়িয়ে কিভাবে এত লোক জমায়েত করলেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: করোনা ভাইরাসের জন্য সারাদেশে চলছে লকডাউন। করোনা ভাইরাসকে আটকাতে সব রকম সামাজিক জমায়েত বন্ধ রাখা হয়েছে। তার মধ্যেই কোনও কিছুকে পাত্তা না দিয়ে কয়েক শো মানুষ ভিড় জমান মহারাষ্ট্রের সাগর জেলার বান্দা শহরে। জৈন সাধু প্রমানসাগরের ও তাঁর দলকে সম্মান জানাতে এই জমায়েত হয়।

প্রশ্ন হল এত লোক এখানে এল কীভাবে? প্রশাসনের নজর এড়িয়ে এই জমায়েত সম্ভবই বা হল কী করে! সোশ্যাল মিডিয়ায় এই জামায়েতের ভিডিও শেয়ার হতেই তা ভাইরাল হয়। অ্যাডিশনাল সুপারিন্টেড পুলিশ প্রভিন ভাদুরি, পিটিআইকে জানায়, তারা বুধবার এই ভিডিও দেখেই জানতে পারে ঘটনার কথা। পুরো বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যেকের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা।

কিন্তু পুলিশের নজর এড়িয়ে কীভাবে এত লোক জমায়েত করলেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ভয়াবহ করোনা পরিস্থিতিতে এই জমায়েত আতঙ্ক আরও কিছুটা উসকে দিল।

Published by:Piya Banerjee
First published:

Tags: Coronavirus, Crowd, Jain Monk, Madhya Pradesh