নোট বাতিলের পর সরকারি ব্যাঙ্কের মাধ্যমে বিদেশে পাঠানো হয়েছে কোটি কোটি কালো টাকা
Last Updated:
নোট বাতিল হওয়ার পর কেটে গিয়েছে প্রায় দেড় মাস ৷ এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় থেকে কালো টাকা বাজেয়াপ্ত করেছে আয়কর বিভাগ ৷ কালো টাকা সাদা করা নিয়ে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ৷
#নয়াদিল্লি: দেশ থেকে দুর্নীতি ও কালো টাকা দুর করার উদ্দেশ্যে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নোট বাতিল হওয়ার পর কেটে গিয়েছে প্রায় দেড় মাস ৷ এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় থেকে কালো টাকা বাজেয়াপ্ত করেছে আয়কর বিভাগ ৷ কালো টাকা সাদা করা নিয়ে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ৷ সম্প্রতি এমনই আরেকটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অনুমান সরকারি ব্যাঙ্কে টাকা জমা করে তা বিদেশি ব্যাঙ্কে ট্রান্সফার করা হয়েছে ৷
নোট বাতিলের পর থেকে বিভিন্ন উপায়ে কালো টাকা সাদা করার চেষ্টা চালাচ্ছিলেন কালো টাকার কারবারিরা ৷ তাই প্রথম থেকেই তাদের উপর নজর রেখেছিল গোয়েন্দা আধিকারিকরা ৷ সূত্রের খবর, ইডির হাতে সম্প্রতি এমন কিছু তথ্য এসেছে যা থেকে এটা পরিষ্কার যে সরকারি ব্যাঙ্কের মাধ্যেমে কালো টাকা বিদেশে পাঠানো হয়েছে ৷
সরকারির ব্যাঙ্কের মাধ্যমে যে কোলা টাকা সাদা করার চেষ্টা চালানো হচ্ছে, তা গোপন সূত্রে ইডির কাছে খবর ছিল ৷ এই খবর পাওয়ার পর থেকে মধ্যপ্রদেশ-সহ দেশের বিভিন্ন জায়গায় নোটিস জারি করে আট তারিখের পর থেকে হওয়া লেনদেনের তথ্য চেয়ে পাঠিয়েছে ৷
advertisement
advertisement
এই বিষয়ে আয়কর বিভাগেরও সহযোগিতা চেয়েছে ইডি ৷ মধ্যপ্রদেশের সরকারি ব্যাঙ্কের তরফে আয়কর বিভাগে জানানো হয়েছে নোট বাতিলের পর ব্যাঙ্কে কোটি কোটি টাকা জমা পড়েছে ৷ তবে এই বিষয়ে স্পষ্ট কিছু জানানো না হলেও ইঙ্গিতে বোধানো হয়েছে যে গোয়েন্দা আধিকারিকদের কাছে তথ্য রয়েছে কোটি কোটি টাকা বিদেশি ব্যাঙ্কে ট্রান্সফার করা হয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 21, 2016 3:19 PM IST