Crime News: বাড়িতে ডেকে এনে প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিলেন মহিলা; ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়

Last Updated:

Crime News: প্রেমিকের গোপনাঙ্গ কেটে নিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে রাস্তায় ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। বিহারের বক্সারে গত শনিবার ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা।

ফাইল ছবি
ফাইল ছবি
বিহারঃ প্রেমিকের গোপনাঙ্গ কেটে নিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে রাস্তায় ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। বিহারের বক্সারে গত শনিবার ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। সৌভাগ্যবশত প্রাণে বেঁচে গিয়েছেন ওই যুবক। বর্তমানে সাব-ডিভিশনাল হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।
advertisement
পুলিশ সূত্রে খবর, গুরুতর জখম ওই যুবকের নাম অনিল গোন্দ। হাসপাতালের পক্ষে জানানো হয়েছে যে, যুবকের অবস্থা আশঙ্কাজনক। তবে দুমরাওঁয়ের বাসিন্দা ওই মহিলা কেন এই কাণ্ড ঘটালেন, সেটা নিয়ে এখনও ধন্দে পুলিশ!
advertisement
অনিলের ভাই প্রমোদ কুমার চৌধুরি সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন যে, অভিযুক্ত মহিলা অনিলকে নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন। প্রেমিকার ডাকে বছর পঁচিশের ওই যুবক সেখানে পৌঁছলে তাঁর উপর চড়াও হন ওই মহিলা। আচমকাই অনিলের পুরুষাঙ্গ কেটে নেন। এরপর সেই অবস্থায় ওই যুবককে বাড়ির বাইরে ফেলে দেন ওই মহিলা। রক্তাক্ত অবস্থায় কোনও রকমে হাসপাতালে পৌঁছন ওই যুবক। সেখানে পৌঁছে দুর্ঘটনার বিষয়ে পরিবারকে জানান তিনি।
advertisement
বর্তমানে বক্সারের ভিকে গ্লোবাল হাসপাতালে চিকিৎসাধীন অনিল। তাঁর পরিবারের সদস্যরা ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন ওই মহিলার বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, প্রথমে অনিলকে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়। তারপর ওই মহিলা এবং তাঁর ভাই মিলে অনিলের পুরুষাঙ্গ কেটে নেয়।স্থানীয় পুলিশ অফিসার অনীশ রানা বলেন, এই অভিযোগ পাওয়া মাত্রই আমরা তদন্ত শুরু করেছি। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। অনিলের অস্ত্রোপচার হয়েছে। এখন নজরদারির অধীনে রাখা হয়েছে। তবে তাঁর অবস্থা সঙ্কটজনক।
advertisement
আবার উত্তরপ্রদেশেও একই রকম ঘটনা ঘটেছে। সেখানে এক ৩২ বছর বয়সী মহিলা নিজের প্রতিবেশীর পুরুষাঙ্গ কেটে নিয়েছেন। কৌশাম্বি জেলার শরিফপুর গ্রামের ঘটনা। ওই মহিলার সঙ্গে পড়শির ঝগড়া হয়। সেই সময় একটি ছুরি দিয়ে তাঁর গোপনাঙ্গ কেটে নেন। অভিযুক্তের দাবি, তাঁর স্বামী সংযুক্ত আরব আমিরশাহিতে থাকেন। ওই মহিলার বিরুদ্ধে আহত যুবকের বাবা মঞ্ঝনপুর থানায় ভারতীয় দণ্ডবিধির ৩২৬ এবং ৩০৮ ধারায় অভিযোগ দায়ের করায় ঘটনার কথা প্রকাশ্যে আসে।
বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: বাড়িতে ডেকে এনে প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিলেন মহিলা; ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement