Crime News: আচমকা 'নোংরা' ছোঁয়া! চলন্ত অ্যাপ বাইক থেকে যুবতীর ঝাঁপ, ভিডিও দেখলে শিউরে উঠবেন

Last Updated:

অনলাইন বাইক সংস্থার এক চালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। এমন মারাত্মক অভিযোগ সামনে আনলেন এক ৩০ বছর বয়সি যুবতী। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে।

আচমকা 'নোংরা' ছোঁয়া! চলন্ত অ্যাপ বাইক থেকে যুবতীর ঝাঁপ
আচমকা 'নোংরা' ছোঁয়া! চলন্ত অ্যাপ বাইক থেকে যুবতীর ঝাঁপ
বেঙ্গালুরু: আজকালের জীবনে অ‍্যাপ বাইক আমাদের নিত‍্যসঙ্গী। আর অ্যাপ বাইকের ক্ষেত্রে অন্যতম জনপ্রিয় র‌্যাপিডো (Rapido)। এবার সেই অনলাইন বাইক সংস্থার এক চালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। এমন মারাত্মক অভিযোগ সামনে আনলেন এক ৩০ বছর বয়সি যুবতী। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। যুবতীর কথায় বাইক চালক তাঁকে খারাপ ভাবে স্পর্শ (bad touch) করায় তিনি চলন্ত বাইক থেকে লাফ দিতে বাধ‍্য হন।
মহিলা ইয়েলাহাঙ্কা নিউটাউন থানায় একটি অভিযোগ করেন বাইক চালকের বিরুদ্ধে। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। একটি জাতীয় সংবাদসংস্থার প্রকাশিত খবর অনুযায়ী, ঘটনার দিন ২১ এপ্রিল রাত ১১টা ১০ মিনিটে ওই যুবতীর সঙ্গে চালকের দেখা হয়। রাইড শুরু করার জন্য ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) চেক করার অজুহাতে চালক ফোন নিয়েছিলেন। কিন্তু তার বদলে ইন্দিরানগর থেকে ডোডডাবল্লাপুরে ড্রপ লোকেশন পরিবর্তন করেন। সংবাদ প্রতিবেদনে আরও বলা হয় চালকের নাম দীপক রাও।  ২৭ বছর বয়সি দীপক রাও টিন্ডলুর বাসিন্দা৷
advertisement
advertisement
advertisement
এই যুবতী পেশায় একজন আর্কিটেক্ট। তাঁর মতে, তিনি সন্দেহ করেছিলেন যে চালক তাঁকে ভুল জায়গায় নিয়ে যাচ্ছে এবং তিনি এটি সম্পর্কে জিজ্ঞাসাও করেন। যুবতী এবং তাঁর বন্ধু জানান যে বাইক চালক ৬০ কিমি প্রতি ঘন্টা বেগে বাইক চালাচ্ছিলেন। ড্রাইভার নেশাগ্রস্ত এবং তাঁকে ভুল জায়গায় নিয়ে যাচ্ছে বুঝতে পেরে নিজের ফোন ছিনিয়ে নেয়। কিন্তু চালক যখন বাইকটির গতি আরও বাড়িয়ে দেয়, তখন তিনি বিএমএস ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিএমএসআইটি)-এর কাছে বাইক থেকে লাফ দেন। সেই অবস্থায় তিনি ইন্দিরানগরে তাঁর বন্ধুকেও ডেকেছিলেন। এমনকী সিসিটিভি ক্যামেরায় তার লাফও ধরা পড়ে।
advertisement
তদন্ত শুরুর পর আরও কিছু অদ্ভুত বিবরণ সামনে এসেছে। বাইক চালক রেপিডো অ্যাপ্লিকেশনে একটি হোন্ডা অ্যাক্টিভা রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু তিনি একটি বাজাজ পালসারে মহিলাটিকে নিতে এসেছিলেন।
মহিলার বন্ধুর অভিযোগ যে পুলিশ তাঁকে সাহায্য করতে অস্বীকার করেন এবং তাঁর বন্ধুর অবস্থান সনাক্ত করার অনুরোধও প্রত্যাখ্যান করেন। পুলিশের দাবি যে এটি একটি ‘গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড সমস্যা’। কিন্তু তবে উপ-পুলিশ কমিশনার (উত্তরপূর্ব) লক্ষ্মী প্রসাদ বলেছেন, ‘অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।’
বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: আচমকা 'নোংরা' ছোঁয়া! চলন্ত অ্যাপ বাইক থেকে যুবতীর ঝাঁপ, ভিডিও দেখলে শিউরে উঠবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement