Covid Vaccine Data Fraud in Bihar: মোদি, সোনিয়া, প্রিয়াঙ্কা চোপড়া- বিহারের টিকা কেন্দ্রে ভ্যাকসিন নিয়েছেন সবাই!

Last Updated:

এই তালিকার ছবি ভাইরাল হতেই অস্বস্তিতে পড়েছেন প্রশাসনের কর্তারা৷ কীভাবে এমন বিভ্রাট ঘটল, তা খুঁজে বের করতে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে ()৷

সন্তানের টিকাকরণের আগেই জানুন এই বিষয়গুলি
সন্তানের টিকাকরণের আগেই জানুন এই বিষয়গুলি
#পটনা: নরেন্দ্র মোদি, অমিত শাহ, সোনিয়া গান্ধি, প্রিয়াঙ্কা চোপড়া- বিহারের আরওয়া জেলার একটি টিকা গ্রহণ কেন্দ্র থেকে নাকি এঁরা সবাই করোনার ভ্যাকসিন নিয়েছেন (Covid Vaccine Data Fraud in Bihar)৷ ওই টিকাকরণ কেন্দ্রের টিকা প্রাপকদের তালিকাতেই রয়েছে এই মোদি (Narendra Modi), শাহ (Amit Shah), প্রিয়ঙ্কা চোপড়াদের নাম৷ যে তালিকা প্রকাশ্যে আসতে প্রশাসনের কর্তাদেরও চোখ কপালে উঠেছে৷ হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়৷
আরওয়াল জেলার কার্পি কমিউনিটি হেলথ সেন্টার থেকে সরকারি পোর্টালেই টিকা প্রাপক হিসেবে এই নামগুলি আপলোড করা হয়৷ ঘটনা প্রকাশ্যে আসার পরই দুই কম্পিউটার অপারেটরকে সাসপেন্ড করা হয়েছে৷ ওই তালিকা অনুযায়ী, টিকা প্রাপকদের তালিকায় নাম রয়েছে অক্ষয় কুমারেরও৷
advertisement
advertisement
এই তালিকার ছবি ভাইরাল হতেই অস্বস্তিতে পড়েছেন প্রশাসনের কর্তারা৷ কীভাবে এমন বিভ্রাট ঘটল, তা খুঁজে বের করতে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে৷ জেলাশাসক জে প্রিয়দর্শিনী জানিয়েছেন, কীভাবে তথ্যে এই ধরনের কারচুপি হল, তা খতিয়ে দেখা হচ্ছে৷
advertisement
জেলাশাসক বলেন, 'এটা অত্যন্ত গুরুতর একটি বিষয়৷ আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সবাইকে যাতে টিকা দেওয়া যায় এবং করোনার পরীক্ষাও বাড়ানো যায়৷ তার মধ্যে এই ধরনের বেনিয়ম সামনে আসছে৷ আমরা অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলির তথ্যও খতিয়ে দেখব৷ এফআইআর-ও দায়ের করা হবে৷'
বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে জানিয়েছেন, ঘটনার প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ডেটা এন্ট্রির দায়িত্বে থাকা দুই কম্পিউটার অপারেটরকে বহিষ্কৃত করা হয়েছে৷ তিনি জানিয়েছেন বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে৷ অন্য কোনও টিকাকরণ কেন্দ্র বা হাসপাতালে যাতে এই ধরনের তথ্য বিকৃতির ঘটনা না ঘটে, তাও নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Covid Vaccine Data Fraud in Bihar: মোদি, সোনিয়া, প্রিয়াঙ্কা চোপড়া- বিহারের টিকা কেন্দ্রে ভ্যাকসিন নিয়েছেন সবাই!
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement