Covid 19 Vaccination: এবার টিকা পাবে ১২ থেকে ১৪ বছর বয়সিরা, কবে থেকে শুরু?

Last Updated:

গত বছর ১৬ জানুয়ারি ভারতে করোনার টিকাকরণ শুরু হয়েছিল৷ তার পর থেকে দেশে মোট ১৫৭ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে (Covid 19 Vaccination)৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#দিল্লি: ১৫ থেকে ১৮ বছর বয়সিদের পর এবার ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণও শুরু হওয়ার মুখে৷ প্রতিষেধক নিয়ে কেন্দ্রীয় সরকারের টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপের কোভিড ১৯ ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান এন কে অরোরা এই দাবি করেছেন৷
বিশিষ্ট এই স্বাস্থ্য বিশেষজ্ঞ জানিয়েছেন, সম্ভবত মার্চ মাস থেকে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ শুরু হয়ে যাবে৷
advertisement
গত বছর ১৬ জানুয়ারি ভারতে করোনার টিকাকরণ শুরু হয়েছিল৷ তার পর থেকে দেশে মোট ১৫৭ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে৷ গত ২৫ ডিসেম্বর ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণের শুরু করার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ৩ জানুয়ারি থেকে এই টিকাকরণ শুরু হয়৷
advertisement
গত রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য দাবি করেছিলেন, ১৫ থেকে ১৮ বছর বয়সি মোট সাড়ে তিন কোটি জনকে করোনার টিকা দেওয়া হয়েছে৷ ১২ বছরের বেশি বয়সিদের জন্য এখনও পর্যন্ত দু'টি টিকাকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ প্রথমটি হল ভারত বায়োটেকের কোভ্যাক্সিন এবং দ্বিতীয়টি জাইডাস ক্যাডিলার জাইকোভ ডি৷
advertisement
এর পাশাপাশি করোনা যোদ্ধা হিসেবে যাঁরা একেবারে সামনের সারিতে থেকে কাজ করছেন, তাঁদেরকে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে৷ ষাট বছর বা তার ঊর্ধ্বে যাঁদের বয়স এবং কোমর্বিডিটি রয়েছে, তাঁদেরকেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তৃতীয় ডোজ দেওয়া হচ্ছে৷
করোনার ধাক্কায় প্রায় দু' বছর ধরে দেশের বেশির ভাগ অংশে ব্যাহত হচ্ছে স্কুল, কলেজের পঠনপাঠন৷ পশ্চিমবঙ্গের মতো অনেক রাজ্যেই স্কুল, কলেজ খুলেও তা বন্ধ করে দিতে হয়েছে৷ করোনা তৃতীয় ঢেউয়ে শিশুদের সংক্রমণের ঝুঁকিও যথেষ্ট বেশি বলে সতর্ক করেছেন চিকিৎসকরা৷ এই পরিস্থিতিতেও ছোটদেরও টিকাকরণ দ্রুত সম্পন্ন করার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরাও৷
বাংলা খবর/ খবর/দেশ/
Covid 19 Vaccination: এবার টিকা পাবে ১২ থেকে ১৪ বছর বয়সিরা, কবে থেকে শুরু?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement