করোনা সংক্রমণের নিরিখে নবম স্থানে ভারত, মৃত্যুতে ছাড়াল চিনকেও
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
আক্রান্তের সংখ্যার নিরিখে তুরস্ককে টোপকে গোটা বিশ্বের মধ্যে নবম স্থানে রয়েছে ভারত
#নয়াদিল্লি: ভারতে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। লকডাউনের দু মাস অতিক্রান্ত হওয়ার পরেও দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যায় লাগাম টানা যায়নি। গত ৭ দিন দেশে করোনা সংক্রমণের সংখ্যা ৬,০০০-এর উপরে থাকল। বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার ছারিয়েছে। এর জেরে আক্রান্তের সংখ্যার নিরিখে তুরস্ককে টোপকে গোটা বিশ্বের মধ্যে নবম স্থানে উঠে এল ভারত। এখনও পর্যন্ত করোনার বলি হয়েছেন ৪,৬৩৩ জনের, যা চিনের মৃত্যুর সংখ্যার খুব কাছাকাছি। এই মুহূর্তে চিনে মৃত্যু হয়েছে ৪,৬৩৪ জনের।
জন হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান বলছে, করোনায় মৃত্যুতে চিনকেও ছাপিয়ে গেল ভারত। চিনে করোনার জেরে মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৮ জন কিন্তু ভারতে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ৪ হাজার ৭১১ জনে। আর আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ। চিনে যেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ১০৬ জন, সেখানে ভারতে ১ লক্ষ ৬৫ হাজার ৩৮৬ জন।
advertisement
করোনাভাইরাসের প্রথম সংক্রমণ গত ডিসেম্বরে চিনের উহান শহরে ঘটেছিল। এরপর প্রাণঘাতী ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ৫৮ লাখেরও বেশি মানুষকে সংক্রমিত করেছে। বিশ্বব্যাপী সাড়ে ৩ লাখেরও বেশি মানুষের মৃত্যুর কারণ হয়েছে প্রাণঘাতী এই ভাইরাস।
advertisement
ইরিমধ্যেই ১ লাখেরও বেশি প্রাণহানি ফলে মৃতের সংখ্যায় শীর্ষে আমেরিকা। সেখানে ১৭ লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এরপরেই ব্রিটেন, ইতালি, ফ্রান্স, স্পেন, ব্রাজিল, বেলজিয়াম, মেক্সিকো, জার্মানি ও ইরানের অবস্থাও শোচনীয়। ভারত এখন কানাডা ও নেদারল্যান্ডসের পরে মৃতের সংখ্যায় ১৩তম স্থানে রয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 29, 2020 8:57 AM IST