করোনা সংক্রমণের নিরিখে নবম স্থানে ভারত, মৃত্যুতে ছাড়াল চিনকেও

Last Updated:

আক্রান্তের সংখ্যার নিরিখে তুরস্ককে টোপকে গোটা বিশ্বের মধ্যে নবম স্থানে রয়েছে ভারত

#নয়াদিল্লি: ভারতে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। লকডাউনের দু মাস অতিক্রান্ত হওয়ার পরেও দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যায় লাগাম টানা যায়নি। গত ৭ দিন দেশে করোনা সংক্রমণের সংখ্যা ৬,০০০-এর উপরে থাকল। বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার ছারিয়েছে। এর জেরে আক্রান্তের সংখ্যার নিরিখে তুরস্ককে টোপকে গোটা বিশ্বের মধ্যে নবম স্থানে উঠে এল ভারত। এখনও পর্যন্ত করোনার বলি হয়েছেন ৪,৬৩৩ জনের, যা চিনের মৃত্যুর সংখ্যার খুব কাছাকাছি। এই মুহূর্তে চিনে মৃত্যু হয়েছে ৪,৬৩৪ জনের।
জন হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান বলছে, করোনায় মৃত্যুতে চিনকেও ছাপিয়ে গেল ভারত। চিনে করোনার জেরে মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৮ জন কিন্তু ভারতে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ৪ হাজার ৭১১ জনে। আর আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ। চিনে যেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ১০৬ জন, সেখানে ভারতে ১ লক্ষ ৬৫ হাজার ৩৮৬ জন।
advertisement
করোনাভাইরাসের প্রথম সংক্রমণ গত ডিসেম্বরে চিনের উহান শহরে ঘটেছিল। এরপর প্রাণঘাতী ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ৫৮ লাখেরও বেশি মানুষকে সংক্রমিত করেছে। বিশ্বব্যাপী সাড়ে ৩ লাখেরও বেশি মানুষের মৃত্যুর কারণ হয়েছে প্রাণঘাতী এই ভাইরাস।
advertisement
ইরিমধ্যেই ১ লাখেরও বেশি প্রাণহানি ফলে মৃতের সংখ্যায় শীর্ষে আমেরিকা। সেখানে ১৭ লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এরপরেই ব্রিটেন, ইতালি, ফ্রান্স, স্পেন, ব্রাজিল, বেলজিয়াম, মেক্সিকো, জার্মানি ও ইরানের অবস্থাও শোচনীয়। ভারত এখন কানাডা ও নেদারল্যান্ডসের পরে মৃতের সংখ্যায় ১৩তম স্থানে রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
করোনা সংক্রমণের নিরিখে নবম স্থানে ভারত, মৃত্যুতে ছাড়াল চিনকেও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement