Covid-19 infection Increases: ফের চোখ রাঙাচ্ছে করোনা! ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রামিত ১১৫০, মৃত্যু ৪ জনের
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
New Covid-19 Cases in India: এই রোগ থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ৪,২৫,০৮,৭৮৮।
#নয়াদিল্লি: ফের আশঙ্কা বাড়াচ্ছে করোনা সংক্রমণ। এক দিনে কোভিড পজিটিভ হলেন ১,১৫০ জন মানুষ। ভারতের মোট COVID-19 সংক্রমণের সংখ্যা বেড়ে ৪,৩০,৪২,০৯৭ এ দাঁড়িয়েছে। সক্রিয় সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ১১,৫৫৮, রবিবার জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সকাল ৮টায় পাওয়া তথ্য অনুযায়ী, নতুন করে এই সংক্রমণে প্রাণ হারিয়েছেন চার জন মানুষ। মৃতের সংখ্যা বেড়ে এখন ৫,২১,৭৫১। সক্রিয় সংক্রমণগুলি মোট সংক্রমণের ০.০৩ শতাংশ। সারা দেশে COVID-19 কে হারিয়ে সেরে ওঠা মানুষের হার ৯৮.৭৬ শতাংশ, জানিয়েছে মন্ত্রক।
মন্ত্রক জানিয়েছে, দৈনিক সংক্রমণের হার ০.৩১ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার ০.২৭ শতাংশ। এই রোগ থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ৪,২৫,০৮,৭৮৮। যেখানে মৃত্যুর হার ১.২১ শতাংশ। দেশব্যাপী কোভিড-১৯ টিকাকরণ অভিযানের অধীনে এ পর্যন্ত দেশে করোনা ভ্যাকসিনের ১৮৬.৫১ কোটিরও বেশি ডোজ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
ভারতের কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ২০২০ সালের ৭ অগাস্ট ছিল ২০ লক্ষ। ২৩ অগাস্ট তা বেড়ে হয় ৩০ লক্ষ। ৫ সেপ্টেম্বর ৪০ লক্ষ এবং ১৬ সেপ্টেম্বর তা ৫০ লাখ ছাড়িয়ে যায়। ২৮ সেপ্টেম্বর ৬০ লক্ষ, ১১ অক্টোবর ৭০ লক্ষ ছাড়িয়ে যায়। ২৯ অক্টোবর সংক্রমণ ছিল ৮০ লক্ষ। ২০ নভেম্বর সংক্রমণ ৯০ লাখ অতিক্রম করে যায় এবং ১৯ ডিসেম্বর এক কোটি পেরিয়ে যায়।
advertisement
গত বছরের ৪ মে দুই কোটি এবং গত বছরের ২৩ জুন তিন কোটি সংক্রমণ অতিক্রম করেছে এই দেশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 17, 2022 11:29 AM IST