Covid19 Positive: পরিবারের সব সদস্য নেগেটিভ, অথচ ৪ মাসের দুধের শিশু করোনা পজিটিভ! কী করে...চিন্তা বাড়াচ্ছে করোনা

Last Updated:

প্রশ্ন উঠছে, তার পরিবারের সব সদস্য যখন করোনা নেগেটিভ, তখন ওই নবজাতক শিশুটি কীভাবে পজিটিভ হল? মেহরাউলিতে বসবাসকারী ওই পরিবার জানাচ্ছে, তাদের ৪ মাস বয়সি বাচ্চার ঠান্ডা এবং হালকা জ্বরের মতো লক্ষণ ছিল। প্রথমে, তাঁরা ভেবেছিলেন যে আবহাওয়া পরিবর্তনে কারণে ঠান্ডা লেগে গিয়েছে৷ কিন্তু, দু’দিন পরেও লক্ষণ একই রকম থাকায় তাঁরা শিশুটিকে নয়ডার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

News18
News18
গাজিয়াবাদ: চিন্তা বাড়িয়ে ফের হুহু করে ছড়াচ্ছে করোনা৷ দিল্লি, মুম্বই, উত্তরপ্রদেশ সব জায়গাতেই ধরা পড়ছে একই ছবি৷ আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেও ইতিমধ্যেই করোনা অ্যাডভাইসারি জারি করা হয়েছে দিল্লিতে৷ পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৩৷ গতকাল মালদা মেডিক্য়াল কলেজ হাসপাতালে একজনের করোনা আক্রান্তের হদিস ছিল৷ আজ সল্টলেকের বেসরকারি হাসপাতালে আরও দুই করোনা আক্রান্তের হদিস মিলেছে৷ জানা গিয়েছে, এঁদের একজনের বয়স ৬৬ বছর এবং অন্যজনের ৫৫৷ জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাঁরা গতকাল হাসপাতালে আসেন৷ সেখানে Covid rtpcr test এ রিপোর্ট পজিটিভ আসে৷ এই দুজনেরই একাধিক শারীরিক সমস্যা রয়েছে৷ তাঁদের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে৷ এছাড়া, বন্দর এলাকার একটি হাসপাতালে আরও দু’জন কোভিড পজিটিভ রোগীর কথা জানা গিয়েছে৷ তাঁদের নমুনা জিনোম সিকোয়েন্স করতে পাঠানো হয়েছে বেলেঘাটা NIRBI তে৷
দেশের অন্যান্য অংশের সাথে গাজিয়াবাদেও করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে৷ ইতিমধ্যেই, শুধুমাত্র গাজিয়াবাদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ ছুঁয়েছে। কিন্তু অবাক করেছে সর্বশেষ পাওয়ার খবরটি৷ জানা গিয়েছে, গাজিয়াবাদের মেহরাউলি এলাকার একটি ৪ মাসের শিশু করোনা আক্রান্ত হয়েছে৷ এই বিষয়টি এলাকায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ, ওই শিশুটির পরিবারের আর কেউই করোনা আক্রান্ত নন৷
advertisement
advertisement
প্রশ্ন উঠছে, তার পরিবারের সব সদস্য যখন করোনা নেগেটিভ, তখন ওই নবজাতক শিশুটি কীভাবে পজিটিভ হল? মেহরাউলিতে বসবাসকারী ওই পরিবার জানাচ্ছে, তাদের ৪ মাস বয়সি বাচ্চার ঠান্ডা এবং হালকা জ্বরের মতো লক্ষণ ছিল। প্রথমে, তাঁরা ভেবেছিলেন যে আবহাওয়া পরিবর্তনে কারণে ঠান্ডা লেগে গিয়েছে৷ কিন্তু, দু’দিন পরেও লক্ষণ একই রকম থাকায় তাঁরা শিশুটিকে নয়ডার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
advertisement
সেখানে চিকিৎসকদের পরামর্শে, শিশুটির কোভিড পরীক্ষা করা হয় এবং COVID-19 রিপোর্ট পজিটিভ আসে। শিশুটির রিপোর্ট পজিটিভ আসার পরেই, স্বাস্থ্য বিভাগ তৎক্ষণাৎ সক্রিয় হয়ে ওঠে এবং পরিবারের অন্যান্য সদস্যদের পরীক্ষা করানো হয়। সৌভাগ্যবশত, অন্য সকল সদস্যের রিপোর্ট নেগেটিভ এসেছে। তা সত্ত্বেও, সতর্কতা হিসেবে পুরো পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
অতিরিক্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা আর কে গুপ্তা জানিয়েছেন, গাজিয়াবাদে এখনও পর্যন্ত ১৪ জন রোগী করোনা আক্রান্ত। এর মধ্যে ১৩ জন রোগী হোম আইসোলেশনে এবং একজন রোগী হাসপাতালে ভর্তি আছেন। মেহরাউলিতে বসবাসকারী একটি পরিবারের ৪ মাস বয়সি শিশুও অসুস্থ হয়ে পড়ে এবং তাকে নয়ডার কৈলাস হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তাররা যখন কোভিড পরীক্ষা করেন, তখন রিপোর্ট পজিটিভ আসে। শিশুটির পরিবারের অন্যান্য সদস্যদেরও কোভিড পরীক্ষা করা হয়েছিল, কিন্তু তাদের সকলেরই ফলাফল নেগেটিভ এসেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Covid19 Positive: পরিবারের সব সদস্য নেগেটিভ, অথচ ৪ মাসের দুধের শিশু করোনা পজিটিভ! কী করে...চিন্তা বাড়াচ্ছে করোনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement