রাষ্ট্রপতি ভবনে করোনা হানা, আক্রান্ত সাফাইকর্মীর আত্মীয়, আইসোলেশনে ১২৫টি পরিবারের সদস্যরা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
জানা গিয়েছে রাষ্ট্রপতি ভবনের কর্মরত এক সাফাইকর্মীর স্ত্রীর শরীরে পাওয়া গিয়েছে মারণ কোভিড-১৯ ভাইরাস।
#নয়াদিল্লি: এবার রাষ্ট্রপতি ভবনে করোনা হানা। জানা গিয়েছে রাষ্ট্রপতি ভবনের কর্মরত এক সাফাইকর্মীর স্ত্রীর শরীরে পাওয়া গিয়েছে মারণ কোভিড-১৯ ভাইরাস। এই ঘটনার পরেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ভবন চত্বরে থাক প্রায় ১২৫ টি পরিবারকে সেলফ আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘটনার পরেই রাষ্ট্রপতি ভবনে কর্মরত বিভিন্ন আধিকারিক (সচিব পর্যায়ের) ও তাঁদের পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্রে খবর, আন্ডার সেক্রেটারি স্তরের আইএএস আধিকারিকের দপ্তরে কর্মরত এক ব্যক্তির স্ত্রীর শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে। সদ্য করোনায় আক্রান্ত হয়ে ওই মহিলার মা প্রাণ হারিয়েছেন। শেষকৃত্যে গিয়েছিলেন আক্রান্ত মহিলা। তারপর রাষ্ট্রপতি ভবনে স্বামীর কাছে ফিরে আসেন তিনি।
advertisement
One COVID-19 positive case found in Rashtrapati Bhavan, 125 families advised to remain in self-isolation as mandated by the Health Ministry’s guidelines as a precautionary measure: Sources
— ANI (@ANI) April 21, 2020
advertisement
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত ৪৭ জন ৷ এক দিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ১৩৩৬ জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত ৫৯০ জনের মৃত্যু হয়েছে ভারতে ৷ প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যাও ৷ ভারতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত মোট ১৮,৬০১ জন ৷ পাশাপাশি সুস্থ হয়েছেন ৩২৫২ জন ৷ পশ্চিমবঙ্গে, সোমবার রাতের হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২৪৫ জন ৷ মৃতের সংখ্যা ১২ ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 21, 2020 12:44 PM IST