#নয়াদিল্লি: INX মিডিয়া মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে ২৪ অক্টোবর পর্যন্ত ইডি হেফাজতে পাঠাল দিল্লি কোর্ট৷ বুধবার এই মামলায় চিদম্বরমকে তিহার জেলে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ সিবিআই মামলায় তিহারে ছিলেন চিদম্বরম৷
বৃহস্পতিবার দিল্লির আদালতের বিশেষ বিচারক অজয় কুমার কুহার চিদম্বরমকে জেরার অনুমতি দেয় ইডি-কে৷ একই সঙ্গে ইডি হেফাজতে চিদম্বরমকে বাড়ির তৈরি রান্না, পশ্চিমী টলেট ও ওষুধ খাওয়ারও অনুমতি দেন বিচারক৷ ৭৪ বছরের প্রবীণ কংগ্রেস নেতাকে ১৪ দিনের হেফাজতে চেয়েছিল ইডি৷
সিবিআই মামলায় চিদম্বরমকে ২৪ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতেরও নির্দেশ দিয়েছে আদালত৷
আরও ভিডিও: INX Media Case: চিদম্বরমকে যখন গ্রেফতার করল সিবিআই, দেখুন সেই রূদ্ধশ্বাস মুহূর্ত
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।