LIVE: অসম, তামিলনাড়ু, পুদুচেরি ও কেরলে ভোটগণনা
Last Updated:
পশ্চিমবঙ্গের পাশাপাশি আজ ভোট গণনা তামিলনাড়ু, কেরল ও অসমে ৷ তামিলনাড়ুর মসনদে কে বসবেন ? এম করুণানিধি না জয়ললিতা ? তারই ফয়সালা হবে আজ ৷ ঠিক একই ভাবে কেরলে ক্ষমতায় আসার লড়াই হয়ে এসেছে UDF ও LDF এর মধ্যে ৷ কিন্তু এবছর দক্ষিণের এই দুই রাজ্যে নিজের অস্তিত্বের প্রমান দিতে মরিয়া বিজেপি ৷ রথী-মহারথীদের আড়াই মাসের যুদ্ধ শেষ ৷ বৃহস্পতিবার ভোরের সূর্য মধ্য আকাশে পৌঁছানোর আগেই পরিষ্কার হয়ে যাবে ভোটের ট্রেন্ড ৷ কড়া নিরাপত্তায় মোড়া ভোটকেন্দ্রগুলি ৷
পশ্চিমবঙ্গের পাশাপাশি আজ ভোট গণনা তামিলনাড়ু, কেরল, অসমে ও পুদুচেরিতে ৷ তামিলনাড়ুর মসনদে কে বসবেন ? এম করুণানিধি না জয়ললিতা ? তারই ফয়সালা হবে আজ ৷ ঠিক একই ভাবে কেরলে ক্ষমতায় আসার লড়াই হয়ে এসেছে UDF ও LDF এর মধ্যে ৷ কিন্তু এবছর দক্ষিণের এই দুই রাজ্যে নিজের অস্তিত্বের প্রমান দিতে মরিয়া বিজেপি ৷ রথী-মহারথীদের আড়াই মাসের যুদ্ধ শেষ ৷ বৃহস্পতিবার ভোরের সূর্য মধ্য আকাশে পৌঁছানোর আগেই পরিষ্কার হয়ে যাবে ভোটের ট্রেন্ড ৷ কড়া নিরাপত্তায় মোড়া ভোটকেন্দ্রগুলি ৷