গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত প্রায় ১৫ হাজার, মৃতের সংখ্যা বেড়ে ১৩,৬৯৯

Last Updated:

দেশে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৫ হাজার ২৮২

#নয়াদিল্লি: দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। লকডাউনের দু-মাস অতিক্রান্ত হওয়ার পরেও দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যায় লাগাম টানা যায়নি। পঞ্চম লকডাউন বা যাকে আনলক ওয়ান পর্ব বলা হচ্ছে, তাতে একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফেরা শুরু করেছে দেশের বিভিন্ন রাজ্য৷ কিন্তু তার মধ্যেই প্রতি দিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে দেশ। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। আর সেই সঙ্গে করোনা ভাইরাস সংক্রমণের ভয় জাঁকিয়ে বসছে ভারতের বুকে।
স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৪,৮২১ জন। এই বৃদ্ধির জেরে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৫ হাজার ২৮২। বিশ্ব সংক্রমণের চতুর্থ স্থানে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪৪৫ জনের। এটি এখনও পর্যন্ত একদিনে রেকর্ড বৃদ্ধি। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩,৬৯৯। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ২ লক্ষ ৩৭ হাজার ১৯৫। এশিয়ার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষস্থানে রয়েছে ভারত।
advertisement
advertisement
দেশের মধ্যে সব থেকে উদ্বেগজনক স্থানে মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাডু ও দিল্লি ৷ সরকারি হিসেবে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৭৫ আর মৃত্যু হয়েছে ৬,১৭০ জনের৷ গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৮৭০ জন। আক্রান্তের সংখায় দ্বিতীয় স্থানে দিল্লি, সেখানে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছুঁইছুঁই। এখন মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫৯,৭৪৬ আর মৃত্যু হয়েছে ২,১৭৫ জনের। এর পরেই রয়েছে তামিলনাড়ু। এ রাজ্যেও আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছুঁইছুঁই। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৯,৩৭৭ আর মৃত্যু হয়েছে ৭৫৭ জনের। গুজরাতে আক্রান্তের সংখ্যা ২৭,২৬০ আর মৃত্যু হয়েছে ১,৬৬৩ জনের।
advertisement
উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত ১৭,৭৩১ জন । মৃত্যু হয়েছে ৫৫০ জনের। রাজস্থানে সংক্রমিত হয়েছেন ১৪,৯৩০ জন। মৃত্যু হয়েছে ৩৪৯ জনের। মধ্যপ্রদেশে সংক্রমিত হয়েছেন ১১,৯০৩ জন। সেখানে মৃত্যু হয়েছে ৪,৫১৫ জনের। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ছাড়াল ১৪ হাজার ছুঁইছুঁই। এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩,৯৪৫। মৃত বেড়ে ৫৫৫ জন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত প্রায় ১৫ হাজার, মৃতের সংখ্যা বেড়ে ১৩,৬৯৯
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement