Coronavirus Kids Vaccination: ৬-১২ বয়সি শিশুদের করোনা টিকার আগে অ্যান্টিবডি টেস্ট! বুধবার বৈঠকেই কি বড় সিদ্ধান্ত?

Last Updated:

Coronavirus Kids Vaccination: কমিটির একাংশের সুপারিশ, আগে শিশুদের শরীরের রোগ প্রতিষেধক ক্ষমতা যাচাই করে তবে তাদের টিকা দান করা হোক।

৬-১২ বয়সিদের করোনা টিকাকরণ  
প্রতীকী ছবি।
৬-১২ বয়সিদের করোনা টিকাকরণ প্রতীকী ছবি।
#নয়াদিল্লি :  ছয় থেকে ১২ বছর বয়সি শিশুদের করোনা টিকা প্রয়োগে বিশেষজ্ঞ কমিটির ছাড়পত্র পাওয়ার পর টিকা দেওয়ার খুঁটিনাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অন্দরে। শিশুদের টিকাদানের আগে তাদের অ্যান্টিবডি পরীক্ষা করার পরামর্শ এসেছে বিশেষজ্ঞ মহল থেকে। এই কারণে, আগে তাদের শরীরে রোগ প্রতিষেধক ক্ষমতা যাচাই করে নিয়ে তারপরেই টিকা দেওয়া হতে পারে।
সূত্রের খবর, এ ব্যাপারে সরকারকে লিখিত পরামর্শ দিতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরামর্শ দাতা সংস্থা এনটিজিএআই। ক'দিন আগেই ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকাকে ৬-১২ বছর বয়সিদের জন্য প্রয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে ‌ তবে, এখনও টিকাদান কর্মসূচি ঘোষণা হয়নি।
কমিটির একাংশের সুপারিশ, আগে শিশুদের শরীরের রোগ প্রতিষেধক ক্ষমতা যাচাই করে তবে তাদের টিকা দান করা হোক।
advertisement
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, শিশুদের করোনা টিকা দেওয়ার ক্ষেত্রে কোনওরকম ঝুঁকি নিতে চায় না কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, আগামিকাল, বুধবার বৈঠকে বসছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বিষয়ক পরামর্শদাতা কমিটি। কমিটির খসড়া সুপারিশ হল - সবার আগে টিকা নিতে ইচ্ছুক শিশুদের রক্তের নমুনা পরীক্ষা করে ৫ থেকে ১২ বছর বয়সি শিশুদের অ্যান্টিবডি পরীক্ষা করা হবে। তারপরেই তাদের টিকাকরণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও এই বিষয়টি এখনও আলোচনার পর্যায়েই রয়েছে। তবে, খুবই দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
advertisement
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অধীনে কর্মরত পরামর্শদাতা বিশেষজ্ঞরা মনে করছেন, ৫-৬ বছরের শিশুদের এখনই করোনার টিকাদান শুরু করা কতটা যুক্তিযুক্ত এবং নিরাপদ হবে, তা নিয়ে কমিটির মধ্যেই মতভেদ রয়েছে। যেহেতু ওমিক্রনের প্রভাবে নতুন করে ফের করোনা সংক্রমণের রেখাচিত্র ঊর্দ্ধগামী, সেই কারণে শিশুদের টিকা দেওয়ার আগে অ্যান্টিবডি যাচাই করা প্রয়োজন। তবে, সবদিক থেকে এখনও  বিষয়টি আলোচনার পর্যায়েই রয়েছে।
advertisement
আগামিকাল বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর। ইতিমধ্যে ১২ থেকে ১৮ বছর বয়সি শিশুদের টিকাকরণ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। চলতি বছরের জানুয়ারিতে এই ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। প্রবীণদের জন্য চালু করা হয়েছে বুস্টার ডোজ। এবার ৫ বছরের ঊর্দ্ধে শিশুদের টিকাদানের চিন্তাভাবনা করছে মোদি সরকার।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Coronavirus Kids Vaccination: ৬-১২ বয়সি শিশুদের করোনা টিকার আগে অ্যান্টিবডি টেস্ট! বুধবার বৈঠকেই কি বড় সিদ্ধান্ত?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement