ঘুরতে যাওয়ার প্ল্যান হলে এখনই হয়ে যান সতর্ক, কেন্দ্র বাধ্যতামূলক করছে এই নিয়ম
- Published by:Suvam Mukherjee
Last Updated:
চিনের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতেও পুরনো কোভিডের কিছু বিধিনিষেধ ফের চাপানো হতে পারে, এমন জল্পনা ছিল।
#নয়া দিল্লি: চিনের করোনা পরিস্থিতির দিকে কড়া নজর রেখে চলেছে কেন্দ্রীয় সরকার। চিনের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতেও পুরনো কোভিডের কিছু বিধিনিষেধ ফের চাপানো হতে পারে, এমন জল্পনা ছিল। এবার এমনই কিছু ইঙ্গিত মিলল। এয়ার সুবিধা ফর্ম ফের আবার ফিরিয়ে আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।
চিনা-সহ বাকি দেশগুলি থেকে ভারতে আসা যাত্রীদের জন্য এই ফর্ম নিয়ে আসা হবে। নিয়ম অনুযায়ী, অন্যান্য দেশ থেকে যে সকল যাত্রী এদেশে আসবেন, তাঁদের ৭২ ঘণ্টা আগে আরটিসিপিআর টেস্ট করাতে হবে। সেই রিপোর্ট দেখিয়ে তবেই তিনি এদেশে প্রবেশের অনুমতি পাবেন।
সরকারি সূত্র থেকে জানা গিয়েছে, চিন থেকে ভারতে আসার সরাসরি বিমান পরিষেবা আপাতত স্থগিত রয়েছে। তবে অন্যান্য দেশের সঙ্গে ভারতে বিমান পরিষেবা এখনও চালু রয়েছে।
advertisement
advertisement
পিটিআই-কে দেওয়া সরকারি একটি সূত্র জানাচ্ছে, চিন-সহ বেশ কিছু দেশে সম্প্রতি করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। এই অবস্থায় কেন্দ্রীয় সরকার ফের এয়ার সুবিধা ফর্ম নিয়ে এসেছে। এই ফর্মটি বাধ্যতামূলক ভাবে সকল যাত্রীকে করতে হবে।
যে দেশগুলিতে সম্প্রতি করোনা কেস বাড়ছে সেই দেশ থেকে আসা যাত্রীদেরই এই ফর্ম ফিলাপ করতে হবে। এই ফর্মে ৭২ ঘণ্টা আরটিপিসিআর টেস্টের পাশাপাশি করোনা টিকা সম্পর্কিত সঠিক তথ্য প্রত্যেক যাত্রীকে দিতে হবে। কোনও যাত্রীর যদি রিপোর্ট পজিটিভ হয়, তাহলে তাঁকে আইসোলেশনে রাখা হবে।
advertisement
এর পাশাপাশি ভারতের বিমানবন্দরগুলিতেও করোনা টেস্টের ব্যবস্থা করা হচ্ছে বলে খবর। প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে চিনে করোনা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গিয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছেন।
advertisement
করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রনের একটি সাব-ভ্যারিয়েন্ট বিএফ-৭ এর জেরেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে চিনে। হাসপাতালে ভিড় বাড়ছে। এই অবস্থায় বাকি দেশগুলি করোনা নিয়ে কিছু পুরনো কোভিড নিয়ম চালু করতে চলেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 23, 2022 11:23 AM IST