Corona Virus: করোনা রোগীদের জন্য বড় ছাড়, Remdesivir-র দাম কমাল মোদি সরকার
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে Remdesivir-এর ৭টি ম্যানুফ্যাকচারার রয়েছে ৷
#নয়াদিল্লি: করোনা ভাইরাসের (Coronavirus) দ্বিতীয় ঢেউয়ের জেরে ফের বেলাগাম হয়ে গিয়েছে পরিস্থিতি ৷ প্রতিদিন হু হু করে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিক রাজ্যে জারি করে দেওয়া হয়েছে কার্ফু ৷ এরই মাঝে করোনা রোগীদের জন্য বড় ছাড় ঘোষণা করল কেন্দ্র সরকার ৷ করোনা রোগীর চিকিৎসার জন্য ব্যবহৃত Remdesivir এর দাম প্রায় ৫০ শতাংশ কমানো হয়েছে ৷
দেশে Remdesivir-র ৭ ম্যানুফ্যাকচারার রয়েছে
সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে Remdesivir-এর ৭টি ম্যানুফ্যাকচারার রয়েছে ৷ তারা প্রায় ৩০.৮০ লক্ষ ইউনিট প্রতি মাসে তৈরি করে থাকে ৷ Department of Pharmaceuticals ওষুধের উৎপাদন বাড়ানোর জন্য দেশের বিভিন্ন ম্যানুফ্যাকচারের সঙ্গে আলোচনা করছে ৷
Due to Government’s intervention, the price of #Remdesivir Injection is now reduced! I am thankful to pharmaceutical companies for joining hands with the Government to fight against CoVID Pandemic. pic.twitter.com/bNNqZ0T4Wb
— Mansukh Mandaviya (@mansukhmandviya) April 17, 2021
advertisement
advertisement
Remdesivir এর উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের তরফে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷ গত ৫ দিনে দেশের বিভিন্ন রাজ্যে ও কেন্দ্র শাসিত অঞ্চলে মোট ৬.৬৯ লক্ষ Remdesivir ইঞ্জেকশন দেওয়া হয়েছে ৷
Remdesivir সংস্থার তরফে ১৫ এপ্রিল থেকে দাম ৫৪০০ টাকা থেকে কমিয়ে ৩৫০০ টাকা করা হয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 18, 2021 8:05 AM IST