Train Accident: পরিস্থিতি ভয়ঙ্কর, বড় সিদ্ধান্ত নিল নবান্ন! ওড়িশা যা চাইল, পৌঁছে যাচ্ছে তাই
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Train Accident: গতকাল মানুষ ভুঁইয়ার নেতৃত্বে তৃণমূলের একটি দল পৌঁছেছে বালাসোর। এবার রাজ্যের কয়েকজন দক্ষ আইএএস অফিসারকে পাঠানো হচ্ছে ওড়িশাতে।
কলকাতা: রাজ্যের কয়েকজন আইএএস অফিসারকে পাঠানো হচ্ছে ওড়িশাতে। যোগাযোগের সমন্বয় যাতে থাকে, রাজ্যের বাসিন্দারা যাতে সহযোগিতা পান। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসককে দ্রুত বালাসোরে যাওয়ার নির্দেশ নবান্নের। হাসপাতালগুলিতে যাতে রাজ্যের আধিকারিকরা থাকেন, ওড়িশা প্রশাসনের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নবান্নের। ইতিমধ্যেই তারা রওনা দিয়েছেন বালাসোরের উদ্দেশ্যে।
গতকাল মানুষ ভুঁইয়ার নেতৃত্বে তৃণমূলের একটি দল পৌঁছেছে বালাসোর। এবার রাজ্যের কয়েকজন দক্ষ আইএএস অফিসারকে পাঠানো হচ্ছে ওড়িশাতে। ইতিমধ্যে রাজ্যের তরফে ৫০টি অ্যাম্বুল্যান্স, কুইক রেসপন্স টিম এবং ৩৪ জন ডাক্তারকে পাঠানো হয়েছে ওড়িশায়।
advertisement
পাশাপাশি ওড়িশার বিভিন্ন জেলা থেকে চিকিৎসকদের কটক ও সোরো হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যেই কয়েকজন আহতকে পশ্চিম মেদিনীপুর জেলাতে নিয়ে যাওয়া হয়েছে, মেদিনীপুর মেডিক্যাল কলেজে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
advertisement
ওড়িশার বালাসোরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। ইতিমধ্যেই অন্তত ২৩৮ জনের মৃত্যুর সংবাদ মিলেছে। আহত হাজারেরও বেশি। মৃত ও আহতদের মধ্যে অধিকাংশই এ রাজ্যের বাসিন্দা বলে মনে করা হচ্ছে। ফলে ওড়িশার দুর্ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যজুড়ে। রাজ্যের তরফে নানা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। পিংলার বিধায়ক অজিত মাইতিও দুটি গাড়ি নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার আহতদের বাড়ি ফেরার ব্যবস্থা করেন। তিনি নিজেও যাচ্ছেন ঘটনাস্থলে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2023 10:39 AM IST