Train Accident: ওড়িশার হাসপাতালে শিউরে ওঠা দৃশ্য! ভর্তি করা হয়েছিল ১৬৫ জনকে, তারপর যা ঘটল...

Last Updated:

Train Accident: সূত্রের খবর, দুর্ঘটনার পর নিকটবর্তী সোরো হাসপাতালে মোট ১৬৫ জন যাত্রীকে ভর্তি করা হয়েছে। কিন্তু তাঁদের মধ্যে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।

কী মর্মান্তিক!
কী মর্মান্তিক!
বালেশ্বর: শুক্রবার নির্ধারিত সময়েই হাওড়ার শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল আপ করমণ্ডল এক্সপ্রেস। পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ভারত যাওয়ার ট্রেনগুলির মধ্যে করমণ্ডল এক্সপ্রেস অন্যতম জনপ্রিয়। বহু মানুষ প্রতিদিন ওই ট্রেনে চড়ে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় যান চিকিৎসা করাতে। আর সেই ট্রেনেই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। অন্তত ২৩৩ জনের মৃত্যুর খবর মিলেছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত। আহত প্রায় হাজারের কাছাকাছি মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্রের খবর, দুর্ঘটনার পর নিকটবর্তী সোরো হাসপাতালে মোট ১৬৫ জন যাত্রীকে ভর্তি করা হয়েছে। কিন্তু তাঁদের মধ্যে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালজুড়ে কান্নার রোল। ভিড় বাড়ছে আত্মীয়-স্বজনদের। এই ট্রেন দুর্ঘটনার জেরে হাওড়া থেকে দক্ষিণ ভারত যাওয়ার সমস্ত ট্রেন বাতিল বলে ঘোষণা করা হয়েছে। ওড়িশাগামী ট্রেনও বাতিল। এর ফলে যাত্রী দুর্ভোগের আশঙ্কাও রয়েছে।
advertisement
advertisement
বাহানা গা স্টেশনের অকুস্থলে রেল লাইনের পাশে সারসার মৃতদেহ। মৃতদেহের অদূরে রাখা তাদের ব্যবহৃত জিনিস। সেখানে রয়েছে তাদের মোবাইল ফোন। সংবাদমাধ্যমে রেল দুর্ঘটনার খবর জানার পর প্রিয়জনের মোবাইলে ফোন করছেন তাদের বন্ধু আত্মীয়রা। সেই ফোন বেজে যাচ্ছে। তোলার কেউ নেই ।
advertisement
কার্যত ধ্বংস হয়ে যাওয়া করমণ্ডল এক্সপ্রেসে স্নিফার ডগ নিয়ে মৃতদের খোঁজ চলছে এখনও। তবে এই প্রথম দুর্ঘটনায় পড়ল না করমণ্ডল এক্সপ্রেস। অতীতে এই ওড়িশায় একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছিল দক্ষিণ-পূর্ব রেলের ‘কিং’। যে ট্রেনে চেপে পশ্চিমবঙ্গ থেকে প্রচুর মানুষ চিকিৎসার জন্য চেন্নাইয়ে যান। এমনকী বাংলাদেশের মানুষরাও সেই ট্রেনে করে দক্ষিণ ভারতের শহরে গিয়ে থাকেন। অনেকে আবার কর্মসূত্রে চেন্নাইয়ে যেতে সেই ট্রেন ব্যবহার করে থাকেন। যে ট্রেন আগে হাওড়া থেকে ছাড়ত। বর্তমানে শালিমার থেকে ছাড়ে করমণ্ডল এক্সপ্রেস।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Train Accident: ওড়িশার হাসপাতালে শিউরে ওঠা দৃশ্য! ভর্তি করা হয়েছিল ১৬৫ জনকে, তারপর যা ঘটল...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement