Coromandel Express Accident: করমণ্ডলের দুর্ঘটনায় আহতদের আনা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন হাসপাতালে? জানা গেল অবশেষে
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
দুর্ঘটনার পর নিকটবর্তী বালাসোর হাসপাতালে প্রায় শতাধিক যাত্রীকে ভর্তি করা হয়েছে। হাসপাতালজুড়ে কান্নার রোল। ভিড় বাড়ছে আত্মীয়-স্বজনদের। তার মধ্যেই এখনও পর্যন্ত ৪০ জন কে আজ সকালে মেদিনীপুর মেডিকেল কলেজে এর জন্য রওনা করা হয়েছে চিকিৎসার জন্য।
বড়সড় দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস। বালাসোরের কাছে উল্টে গেল ট্রেনটি। শুক্রবার নির্ধারিত সময়েই হাওড়ার শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল আপ করমণ্ডল এক্সপ্রেস। পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ভারত যাওয়ার ট্রেনগুলির মধ্যে করমণ্ডল এক্সপ্রেস অন্যতম জনপ্রিয়। আর সেই ট্রেনেই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। এখনও পর্যন্ত প্রায় ২৩৮ জনের মৃত্যুর খবর মিলেছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত। আহত প্রায় হাজারের কাছাকাছি মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পর নিকটবর্তী বালাসোর হাসপাতালে প্রায় শতাধিক যাত্রীকে ভর্তি করা হয়েছে। হাসপাতালজুড়ে কান্নার রোল। ভিড় বাড়ছে আত্মীয়-স্বজনদের। তার মধ্যেই এখনও পর্যন্ত ৪০ জন কে আজ সকালে মেদিনীপুর মেডিকেল কলেজে এর জন্য রওনা করা হয়েছে চিকিৎসার জন্য। সূত্রের খবর মোট ৩৪৫ জন কে নিয়ে যাওয়া হবে মেদিনীপুরে। এই ট্রেন দুর্ঘটনার জেরে হাওড়া থেকে দক্ষিণ ভারত যাওয়ার সমস্ত ট্রেন বাতিল বলে ঘোষণা করা হয়েছে। ওড়িশাগামী ট্রেনও বাতিল। এর ফলে যাত্রী দুর্ভোগের আশঙ্কাও রয়েছে।
advertisement
advertisement
অনেকে মনে করছেন, একটি মালগাড়ি করমণ্ডল এক্সপ্রেসের সামনে দিয়ে চলছিল। করমণ্ডল এক্সপ্রেস সোজা গিয়ে ধাক্কা মারে সেই মালগাড়ির পিছনে। এক্সপ্রেসের ইঞ্জিন মালগাড়ির উপরে উঠে যায়। বেলাইন হয়ে পড়ে এক্সপ্রেস ট্রেনের বেশিরভাগ কামরা৷ উল্টো দিক থেকে আসছিল বেঙ্গালুরু থেকে হাওড়াগামী ট্রেন। লাইনের উপর পড়ে থাকা করমণ্ডল এক্সপ্রেসের উপর দিয়ে চলে যায়।
advertisement
আবার অনেকে মনে করছেন প্রথমে বেলাইন হয় বেঙ্গালুরু-হাওড়াগামী এক্সপ্রেস ট্রেন। সেই সময় আপ লাইনে আসছিল করমণ্ডল এক্সপ্রেস। হাওড়াগামী ট্রেনের বেলাইন হয়ে যাওয়া কামরার সঙ্গে সংঘর্ষ হয় করমণ্ডল এক্সপ্রেসের। এতে করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে থার্ড লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে। এরপরেই করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন মালগাড়ির উপরে উঠে যায়।
advertisement
কার্যত ধ্বংস হয়ে যাওয়া করমণ্ডল এক্সপ্রেসে স্নিফার ডগ নিয়ে মৃতদের খোঁজ চলছে এখনও। তবে এই প্রথম দুর্ঘটনায় পড়ল না করমণ্ডল এক্সপ্রেস। অতীতে একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছিল এই ট্রেন। যে ট্রেনে চেপে পশ্চিমবঙ্গ থেকে প্রচুর মানুষ চিকিৎসার জন্য চেন্নাইয়ে যান। এমনকী বাংলাদেশের বহু মানুষও সেই ট্রেনে করে দক্ষিণ ভারতের শহরে গিয়ে থাকেন। অনেকে আবার কর্মসূত্রে চেন্নাইয়ে যেতে সেই ট্রেন ব্যবহার করে থাকেন। যে ট্রেন আগে হাওড়া থেকে ছাড়ত। বর্তমানে শালিমার থেকে ছাড়ে করমণ্ডল এক্সপ্রেস।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2023 9:47 AM IST