Coromandel express accident: পরিযায়ী শ্রমিকে ঠাসা ছিল করমণ্ডল, কাজের খোঁজে অভিশপ্ত ট্রেনে সফর ডেকে আনল বিপদ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বালাসোর: ১৯৭৭ সালে যাত্রা শুরু৷ ধীরে ধীরে করমণ্ডল এক্সপ্রেস হয়ে উঠেছিল দক্ষিণ ভারতে চিকিৎসা করাতে যাওয়া এ রাজ্যের বাসিন্দাদের অন্যতম ভরসার ট্রেন৷ আবার সময়ের সঙ্গে সঙ্গে দক্ষিণ ভারতে কাজের খোঁজে যাওয়া এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরাও বেছে নিতেন করমণ্ডলকে৷ শুক্রবার বালাসোরের কাছে ভয়াবহ দুর্ঘটনার পর দেখা যাচ্ছে, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত এবং আহতদের একটা বড় অংশই পরিযায়ী শ্রমিক৷
দুর্ঘটনার পর এ দিন সকালেই ওড়িশার বালাসোরের হাসপাতাল এবং বহনঙ্গা স্টেশনের দুর্ঘটনাস্থলে ভিড় জমাচ্ছেন এ রাজ্যের বহু মানুষ৷ তাঁরা কেউ দক্ষিণ চব্বিশ পরগণা, কেউ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম. মালদহের মতো বিভিন্ন জেলার বাসিন্দা৷ এঁদের প্রায় সবারই প্রিয়জনেরা করমণ্ডল এক্সপ্রেসের যাত্রী ছিলেন৷ অধিকাংশ যাত্রীই ছিলেন পরিযায়ী শ্রমিক৷ করমণ্ডল এক্সপ্রেসের স্লিপার বগিগলিই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ পরিযায়ী শ্রমিকদের ভিড়ে ঠাসা ছিল এই বগিগুলি৷
advertisement
advertisement
এখনও পর্যন্ত যা খবর, তাতে দক্ষিণ চব্বিশ পরগণা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুরের মতো জেলা থেকে বহু শ্রমিক করমণ্ডল এক্সপ্রেসের যাত্রী ছিলেন৷ আবার পশ্চিম মেদিনীপুেরর চন্দ্রকোণার বাসিন্দা বিজয় মণ্ডলের মতো অনেকেই দক্ষিণ ভারতে চিকিৎসা করাতে যাওয়ার জন্য করমণ্ডল এক্সপ্রেসে উঠেছিলেন৷
advertisement
বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলার কয়েকজন যাত্রীও ওই ট্রেনে ছিলেন বলে খবর৷ এঁদের মধ্যে অনেকেরই সকাল পর্যন্ত খোঁজ মেলেনি৷ ফোনে যোগাযোগ করতে না পেরে এই যাত্রীদের অনেকেরই আত্মীয় সকালের মধ্যে ওড়িশায় পৌঁছেছেন৷ এ দিন সকালে অবশ্য করমণ্ডল এক্সপ্রেসের যাত্রী চন্দ্রকোণার বাসিন্দা একই পরিবারের তিন ভাই বাড়ি ফিরে এসেছেন৷ প্রত্যেকেই দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন৷ চেন্নাইয়ে রং করার কাজে যাচ্ছিলেন তাঁরা৷
advertisement
শুধুমাত্র সুন্দরবন এলাকারই অন্তত ১৬ জন বাসিন্দা ওই ট্রেনে ছিলেন বলে খবর৷ কাকদ্বীপের হারুউড পয়েন্ট কোস্টাল থানার শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগরের বাসিন্দা হালিম মোল্লার (২৫) মৃত্যু হয়েছে। রাজমিস্ত্রির কাজে কেরলে যাচ্ছিলেন তিনি। হালিমের সঙ্গী আরও চারজন সরোয়ার মোল্লা, জহিরুদ্দিন মোল্লা, রফিক মোল্লা ও হাসিবুর মোল্লা গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন। জখমদের সঙ্গে যোগাযোগ না থাকায় উদ্বিগ্ন পরিবারের লোকজনেরা। এঁরা একই পরিবারের সদস্য। অন্যদিকে মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের চৌষট্টি বাড়ি মণ্ডলপাড়া এলাকার আরও ১১ জন বাসিন্দা পরিযায়ী শ্রমিকের কাজে কেরলে যাচ্ছিলেন। দুর্ঘটনার কবলে পড়ে প্রত্যেকেই।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2023 9:09 AM IST