Coromandel Express Accident: করমণ্ডল দুর্ঘটনার কারণ খুঁজতে তৎপর সিবিআই, হল ভিডিওগ্রাফি, রেলকর্মীদের জিজ্ঞাসাবাদ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:Arpita Hazra
Last Updated:
গত বৃহস্পতিবার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় ঘটনাস্থলে আসে সিবিআইয়ের একটি দল। স্টেশনের ওভারব্রিজে cbi-এর টিম ভিডিওগ্রাফি ও ফোটোগ্রাফি করে। কত দূর থেকে কীভাবে দুর্ঘটনা ঘটল তার রূপরেখা তৈরির জন্য এই ভিডিওগ্রাফি করা হয় বলে সূত্রের খবর।
বালেশ্বর: ২ জুন৷ সেই অভিশপ্ত দিন৷ গত কয়েক দশকের সবচেয়ে ভয়ঙ্কর রেল দুর্ঘটনার সাক্ষী হলাম আমরা৷ ঠিক কী কারণে ঘটল এই ভয়াবহ বিপর্যয়৷ সেই কারণই খুঁজে দেখার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার পরে গত ৬ জুন থেকে টানা কয়েকদিন সিবিআই ও ফরেন্সিক টিম বাহানাগা স্টেশনের ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখতে পৌঁছেছেন দিল্লি সিবিআই স্পেশাল ক্রাইম জোনের জয়েন্ট ডিরেক্টর বিপ্লব চৌধুরী।
বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মূলত দুটি জিনিস বোঝার চেষ্টা করছে সিবিআই৷ প্রথমত, কোনও অপরাধমূলক ষড়যন্ত্রের মনোভাব নিয়ে কেউ যন্ত্রপাতিতে ইচ্ছাকৃত ভাবে অনিষ্টসাধন বা অন্তর্ঘাত (sabotage) করেছিল কি না। দ্বিতীয়ত, যদি অন্তর্ঘাতের কোনও বিষয় না খুঁজে পাওয়া যায়, সেক্ষেত্রে ঘটনার পিছনে প্রযুক্তি গত কোনও ত্রুটি ছিল কি না তা খুঁজে দেখবেন গোয়েন্দারা।
advertisement
আরও পড়ুন: করমণ্ডল ট্রেন দুর্ঘটনার পরে স্কুলের এই ঘরেই এনে রাখা হচ্ছিল একের পর এক মৃতদেহ… সেখানেই কি পড়বে বাচ্চারা! এবার উপায়…
যদি কোনও গাফিলতি থেকে থাকে, তাহলে তা কেন হল? তার জন্য কে বা কারা দায়ী? কাদের উপর সেই দায়িত্ব ছিল, তা খুঁজে বের করাও সিবিআইয়ের কাজ। প্রাথমিক তদন্তের পরে crs (কমিশনার অফ রেলওয়ে সেফটি)-এর রিপোর্ট খতিয়ে দেখবে সিবিআই। কারণ, crs-এর রিপোর্ট ও সিবিআইয়ের প্রাথমিক রিপোর্টে কোথায় কোথায় মিল বা অমিল রয়েছে সেটা যাচাই করাই এক্ষেত্রে মূল লক্ষ্য। এছাড়া, ঘটনার দিন কর্তব্যে থাকা আহত ট্রেন চালক, গার্ড, স্টাফদেরও বয়ান রেকর্ড করবে সিবিআই।
advertisement
advertisement
গত বৃহস্পতিবার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় ঘটনাস্থলে আসে সিবিআইয়ের একটি দল। স্টেশনের ওভারব্রিজে cbi-এর টিম ভিডিওগ্রাফি ও ফোটোগ্রাফি করে। কত দূর থেকে কীভাবে দুর্ঘটনা ঘটল তার রূপরেখা তৈরির জন্য এই ভিডিওগ্রাফি করা হয় বলে সূত্রের খবর।
এছাড়া, ঘটনাস্থল সরোজমিনে খতিয়ে দেখে সিবিআইয়ের দল। অ্যসিস্ট্যান্ট স্টেশন মাস্টার নিয়ে খতিয়ে দেখে রিলে রুম। এই স্টেশন মাস্টারই দুর্ঘটনার দিন মর্নিং শিফটে ছিলেন বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: অসহ্য পচা গন্ধে মরা ইঁদুরের খোঁজ শুরু করেছিল ফ্ল্যাটের লোকেরা, তারপরেই যা সামনে এল… বীভৎস!
এরপরে সিবিআইয়ের দল যায় প্যানেল রুমেও। সেখানকার রেল আধিকারিকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। সিগন্যাল গ্রিন হলেও লুপ লাইনে কেন ঢুকেছিল করমণ্ডল এক্সপ্রেস? স্টেশন মাস্টার ও অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের কী ভূমিকা এক্ষেত্রে থাকতে পারে তা নিয়েও জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Odisha
First Published :
June 09, 2023 3:22 PM IST