যোগীর নির্দেশে উর্দি ছেড়ে ধুতি-পাঞ্জাবিতে পুলিশ !
Last Updated:
#বারাণসী: যোগী সরকারের ফতোয়ায় বদলে গেল খোদ পুলিশের পোশাক। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে খাকি উর্দি ছেড়ে ধুতি-পাঞ্জাবিকেই পোশাক হিসেবে বেছে নিতে হল উত্তরপ্রদেশ পুলিশকে। কাশী বিশ্বনাথ মন্দিরে পাহারার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের উপর এহেন ফরমান জারির পর বিস্মিত সকলে।
উত্তরপ্রদেশের অন্যতম বিখ্যাত ও ঐতিহ্যবাহী মন্দির হল কাশী বিশ্বনাথ। বারাণসীর এই মন্দিরে প্রতিদিন লাখখানেক লোকের ভিড় হয়। পুরো মন্দির চত্বরের নিরাপত্তা রক্ষার দায়িত্বে উত্তরপ্রদেশ পুলিশ। এতদিন চেনা খাকি উর্দিতেই তাদের দেখা গেলেও এবার থেকে মন্দির চত্বরে সাদা ধুতি ও হলুদ পাঞ্জাবিতেই দেখা যাচ্ছে পুলিশকর্মীদের।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এহেন নির্দেশের পিছনে কারণ মন্দিরের বহু প্রাচীন রীতি। কাশী বিশ্বনাথ মন্দিরে কোনও পশুর চামড়া বা চামড়াজাত দ্রব্যের প্রবেশ নিষিদ্ধ। অথচ পুলিশের খাকি উর্দির অঙ্গ চামড়ার বেল্ট ও জুতো। এতে মন্দিরের অমর্যাদার প্রশ্ন উঠেছে। তাই নিয়মরক্ষায় পুলিশের পোশাক বদলে ফেলারই সিদ্ধান্ত নেয় প্রশাসন।
advertisement
মুখ্যমন্ত্রীর নির্দেশই শেষ কথা। তাই তাঁর ফরমানেই খাকি ছেড়ে ধুতি পাঞ্জাবিতে কাশী বিশ্বনাথ মন্দিরে প্রহরায় রত পুলিশ কর্মীরা ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 28, 2018 9:58 AM IST