#নয়াদিল্লি: প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রাকে নিয়ে মন্তব্যের জেরে এবার প্রবল বিতর্কের মুখে কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। লোকসভা নির্বাচনে বারাণসী কেন্দ্র থেকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়তে পারেন প্রিয়াঙ্কা,এই জল্পনা প্রসঙ্গে উমা ভারতী জানিয়েছিলেন একটি গণতান্ত্রিক দেশে যে কেউ ভোটে দাঁড়াতে পারেন কিন্তু বিপত্তি অন্য প্রশ্নে। তাঁকে জিজ্ঞাসা করা হয় নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধি ঠিক কতটা প্রভাব ফেলতে পারবেন তাঁর উত্তরে ভারতী মন্তব্য করেন-'কোনও প্রভাব ফেলতে পারবেন না । তাঁর স্বামী চুরির অভিযোগে অভিযুক্ত, একজন চোরের স্ত্রীকে যেভাবে দেখা হয়, দেশের মানুষও প্রিয়াঙ্কাকে সেইভাবেই দেখবে '।
প্রিয়াঙ্কার পাশাপাশি রাহুলকেও কটাক্ষ করেছেন ভারতী । অমেঠি ও ওয়ানাড কেন্দ্র থেকে লড়ার সিদ্ধান্ত নিয়ে নিজের পরাজয় নিজেই স্বীকার করে নিয়েছেন রাহুল, মত ভারতীর। এছাড়াও, জয়াপ্রদাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জন্য সপা নেতা আজম খানকে নির্বাচনে লড়া থেকে নিষিদ্ধ করে দেওয়া প্রয়োজন, জানিয়েছেন ভারতী । তবে যোগী আদিত্যনাথকে ৭২ঘন্টার জন্য নির্বাচনী প্রচার থেকে বিরত করার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়,মন্তব্য ভারতীর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chhattisgarh Lok Sabha Elections 2019, Lok Sabha elections 2019, Priyanka Gandhi, Uma Bharti