#নয়াদিল্লি: প্রতিদিন সকালে আম জনতার ঘুম ভাঙছে পেট্রোপণ্যের দাম বাড়ার খবর শুনে ৷ হ্যাঁ একদম ঠিকই ৷ এই নিয়ে লাগাতার ১২ দিন পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় প্রায় কোণঠাসা হয়ে পড়েছে সাধারণ মানুষ ৷ দিনের পর দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে প্রায় খাবি খাওয়া শুরু করেছে সাধারণ মানুষ ৷ কর্ণাটক নির্বাচনের পর লাগাতার ১২ দিনে সব মিলিয়ে পেট্রোল ১১ টাকা এবং ডিজেল ৭.২৬ টাকা বেড়েছে ৷
আরও পড়ুন : পেট্রোল-ডিজেলের লাগাম টানতে মোদিকে চ্য়ালেঞ্জ রাহুলের
শুক্রবার বর্ধিত দামে কলকাতায় পেট্রোলের লিটার পিছু দাম ৮০.৪৭টাকা ৷ জ্বালানি তেলের দাম আকাশছোঁয়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্গে সঙ্গে সবজি ও মাছের বাজারে আগুন লেগেছে ৷ দৈনন্দিন জীবন অতিবাহিত করতে হাড় হিম হয়ে যাচ্ছে মধ্যবিত্তের ৷
সারা দেশ জুড়ে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধিতে প্রতিবাদের ঝড় উঠলেও ৷ এখনও পর্যন্ত কোনও ইতিবাচক পরিস্থিতি সামনে আসেনি ৷ কেন্দ্রীয় সরকারও পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্য বৃদ্ধিতে রাশ টানতে একাধিক পদক্ষেপ গ্রহণে উদ্যোগী হলেও আপাতত জনসাধারণের ধৈর্য ধরা ছাড়া আর কোনও উপায় নেই ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।