আতঙ্ক দলবদল! ঘোড়া কেনাবেচার ভয়ে গুজরাতের‌ ২১ বিধায়ককে রাজস্থান পাঠাল কংগ্রেস

Last Updated:

রাজ্যসভার ভোটের মুখে তিন বিধায়কের ইস্তফা বেকায়দায় ফেলেছে কংগ্রেসকে।

#‌আহেমদাবাদ:‌ রাজ্যসভা নির্বাচন নিয়ে ক্রমে নাটক জমে উঠছে গুজরাতে। ১৯ তারিখে সে রাজ্য রাজ্যসভার আসনের জন্য নির্বাচন হবে। আর তার আগেই দলের ২১ বিধায়ককে রাজস্থানের আবু রোডের রিসর্টে পাঠিয়ে দিল কংগ্রেস নেতৃত্ব। মোদির রাজ্যের চার আসন নিয়ে আর কোনও ঝুঁকি নিতে চাইছে না কং শিবির।
রাজ্যসভার ভোটের মুখে তিন বিধায়কের ইস্তফা বেকায়দায় ফেলেছে কংগ্রেসকে। আর এই দলবদলের বিষয় নিয়ে কংগ্রেসের অভিজ্ঞতা খুব একটা ভাল নয়। তাই আগে থাকতেই রাজস্থানে বেশ কয়েকজনক বিধায়ককে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দল। কংগ্রেসের দলীয় সূত্রে খবর, প্রথম ধাপে ২১ জন বিধায়ককে রাজস্থানের রিসর্টে পাঠানো হয়েছে। আগামী সোমবার আরও বেশ কয়েকজনকে রিসর্টে পাঠিয়ে দেওয়া হবে। গুজরাতে কংগ্রেসের রাজ্যসভাপতি অমিত চাড্ডা বিজেপিকে আক্রমণ করে বলেছেন, করোনা সংক্রমণের দিকে খেয়াল না রেখে এখন গুজরাতের শাসক দল বিধায়ক ভাঙানোর খেলায় মেতেছে। তিনি বলেছেন, ‘‌এখন, যখন সরকারের উচিত মানুষের প্রাণ বাঁচানোর দিকে নজর দেওয়া, তখন সরকারি শক্তি ব্যবহার করে শাসক দল ঘোড়া কেনাবেচায় নেমেছে। আমাদের বিধায়করা ভবিষ্যতের পরিকল্পনা স্থির করার জন্য এখানে জড়ো হয়েছেন।’‌
advertisement
এর আগে, ২৬ মার্চে রাজ্যসভার নির্বাচন হওয়ার কথা ছিল। তখনও কংগ্রেস বিধায়কদের নিয়ে রিসর্টে রেখেছিল। কিন্তু তখন নির্বাচন স্থগিত হয়ে যায়। এদিকে লকডাউনের নিয়ম ভঙ্গ করে রিসর্ট খোলায় কংগ্রেস বিধায়কদের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই নিয়ে ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আতঙ্ক দলবদল! ঘোড়া কেনাবেচার ভয়ে গুজরাতের‌ ২১ বিধায়ককে রাজস্থান পাঠাল কংগ্রেস
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement