'ন্যায়'-এর ৭২ হাজার টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়বে: রাহুল গান্ধি

Last Updated:

মঙ্গলবার রাহুল জানালেন, ন্যায় স্কিমে টাকা দেওয়া হবে পরিবারের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে৷ তাই ন্যায় অ্যাকাউন্ট হবে মহিলাদের নামে৷ সরকারি চাকরির পাশাপাশি কংগ্রেস সভাপতির প্রতিশ্রুতি, ক্ষমতায় এলে বিধানসভা ও লোকসভাতেও ৩৩ শতাংশ সংরক্ষণ করা হবে৷

#বুন্দি: ৫ কোটি অতি গরিব পরিবারকে প্রতি বছর ৭২ হাজার করে দেওয়ার ঘোষণার পরের দিনই রাজস্থানে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ঘোষণা করলেন, কংগ্রেস ক্ষমতায় এলে কেন্দ্রীয় সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ করবে৷
মঙ্গলবার রাহুল জানালেন, ন্যায় স্কিমে টাকা দেওয়া হবে পরিবারের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে৷ তাই ন্যায় অ্যাকাউন্ট হবে মহিলাদের নামে৷ সরকারি চাকরির পাশাপাশি কংগ্রেস সভাপতির প্রতিশ্রুতি, ক্ষমতায় এলে বিধানসভা ও লোকসভাতেও ৩৩ শতাংশ সংরক্ষণ করা হবে৷
তিনি বলেন,  'ন্যায় স্কিম হল মোদির অন্যায়ের সমাধান৷ আমি আপনাদের দেখিয়ে দেব, কী ভাবে গরিবি হঠাতে হয়৷'
advertisement
advertisement
এ দিনই কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল বলেন, 'আমরা চাই গরিবি হঠাতে, বিজেপি চায় গরিবদের মুছে ফেলতে৷' তিনি বলেন, 'বিজেপি চায় গরীবদের ধ্বংস করতে ৷ আমরা চাই দেশের মাটি থেকে দারিদ্রতাকে মুছে ফেলতে ৷' একইসঙ্গে ক্ষমতায় আসলে দেশের দারিদ্রতাতে সার্জিকাল স্ট্রাইক তিনি করবেনই ৷ এদিন সেই প্রতিজ্ঞাও নিয়েছেন রাহুল গান্ধি৷
advertisement
আরও ভিডিও: হতদরিদ্র ৫ কোটি পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা রাহুল গান্ধির
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'ন্যায়'-এর ৭২ হাজার টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়বে: রাহুল গান্ধি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement