Congress in UP: পথ দেখাল কংগ্রেস, করোনার কারণে এমন পদক্ষেপ কোনও দল নেয়নি!
- Published by:Suman Biswas
Last Updated:
Congress in UP: উত্তরপ্রদেশে আর বড় সভা করবে না কংগ্রেস। কোভিডের কারণে বাতিল যোগীর সভাও।
#নয়াদিল্লি: পথ দেখাল কংগ্রেস (Congress)! উত্তর প্রদেশে (Uttarpradesh) জনসভা (Public Rally), জমায়েত (Gatherings) বন্ধ করল। করোনা সংক্রমন বাড়তে থাকায় বড় সভা, জমায়েত করবেনা উত্তর প্রদেশ কংগ্রেস। ভোটের উত্তরপ্রদেশে করোনা বিধি লঙ্ঘন করে সব রাজনৈতিক দলই সভা করছিল। সভায় উপস্থিত অধিকাংশ মুখে মাস্ক ব্যবহার করছিল না।
এমন পরিস্থতিতে বিভিন্ন মহল থেকে সমালোচনা হচ্ছিল। কংগ্রেস সূত্রের খবর, করোনা পরিস্থিতির কথায় মাথায় রেখে আপাতত ম্যারাথন, বড় সভায় লাগাম টানা হয়েছে। কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের জন্য উত্তর প্রদেশে কংগ্রেসের বড় জনসভা, জমায়েত বন্ধ রাখা হচ্ছে। কংগ্রেস সবার আগে এই পদক্ষেপ নিল। এবার অন্যরাও জমায়েত বন্ধ করতে এগিয়ে আসুক।
advertisement
advertisement
করোনা পরিস্থিতিতে যে কোনও জনসভাকে ‘সুপার স্প্রেডার’ হিসেবে চিহ্নিত করে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কিন্তু সেই আশঙ্কাকে পাত্তা না দিয়ে প্রধানমন্ত্রী ত্রিপুরা ও মণিপুরে জনসভা করেছেন। পাঞ্জাবেও জনসভা করবেন তিনি। পাশাপাশি, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধির ডাকে এবং তাঁর তোলা 'লাড়কি হুঁ, লড় সকতি হুঁ' স্লোগানকে সামনে রেখে গত মঙ্গলবার উত্তরপ্রদেশের বরেলিতে হওয়া মহিলাদের ম্যারাথনে ভিড় এবং কোভিড বিধি উপেক্ষা করে জমায়েতের পর পদপিষ্ট হয়েছেন অনেকে। ম্যারাথনে অধিকাংশই মাস্ক ব্যবহার করছেন না। ক্রমশ সংক্রমণ বাড়তে থাকায় আপাতত জনসভা না করে ছোট ছোট সভায় জোর দিতে চাইছে কংগ্রেস।
advertisement
এদিকে উত্তরপ্রদেশে র মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গৌতম বুদ্ধ নগরের কর্মসূচি বাতিল করেছেন। করোনা সংক্রমণ বৃদ্ধির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। ওমিক্রন প্রজাতির কারণে দেশে আছড়ে পড়েছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ। এই গতিতে সংক্রমণ বজায় থাকলে আগামী এক–দেড় মাসে পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে বলে এখন থেকেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ঘটনাচক্রে ওই সময়েই পাঁচ রাজ্যে ভোট হওয়ার কথা। যা সংক্রমণে আরও ইন্ধন জোগাবে বলেই মত অনেকেরই।
advertisement
প্রসঙ্গত,
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2022 2:48 PM IST