'এয়ারস্ট্রাইকের প্রমাণ চাইলে তাঁদের বিমানে বেঁধে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া প্রয়োজন',কটাক্ষ বিজেপি মন্ত্রীর

  • Last Updated :
  • Share this:

#গান্ধিনগর: বালাকোটে জইশের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার বোমাবর্ষণের ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে বিরোধীপক্ষ । প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণের বিবৃতির পর এই এয়ারস্ট্রাইকের প্রমাণ প্রকাশ্যে আনার দাবিও জানিয়েছে কেন্দ্রীয় শাসক দল বিরোধী পক্ষ ।

বিরোধী পক্ষকেও পাল্টা জবাব দিতে ছাড়েননি বিজেপি নেতারা। আজ এই প্রসঙ্গে গুজরাতের পরিবেশ ও বনমন্ত্রী গণপতি সিং বাসবার নজিরবিহীন মন্তব্য করেছেন। যে সমস্ত কংগ্রেস নেতা ভারতের এয়ারস্ট্রাইকের প্রমাণ দেখতে চাইছে, তাঁদের প্রত্যেককেই বিমানের সঙ্গে বেঁধে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিৎ, মন্তব্য বাসবার।

‘রাফাল চুক্তিতে নিজের প্রভাব খাটিয়ে ‘বাইপাস সার্জারি’ করেছেন প্রধানমন্ত্রী...’: রাহুল
Published by:Ahana Bose
First published:

Tags: Balakot Airstrike, Ganapat Vasava, India Pakistan Tensions