রাফাল চুক্তিতে নিজের প্রভাব খাটিয়ে ‘বাইপাস সার্জারি’ করেছেন প্রধানমন্ত্রী: রাহুল
Last Updated:
advertisement
advertisement
advertisement
রাহুল বলেন, ‘‘ ফাইল লোপাটের তদন্ত হোক ৷ চৌকিদারকে বাঁচানোই কাজ সরকারের ৷ প্রধানমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখতে হবে ৷ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চাই ৷ রাফালের দামে সমান্তরাল দরাদরি পিএমও-র ৷ সেই কারণেই রাফাল দেশে আসতে দেরি হয় ৷’’ এবিষয়ে রাহুলের আরও প্রশ্ন, ‘‘ সব বিষয়ে যেখানে হস্তক্ষেপ করেন প্রধানমন্ত্রী ৷ সেখানে মোদি নিজে কেন তদন্ত করাচ্ছেন না ? রাফাল নিয়ে জেপিসি চেয়েছিলাম ৷ সেটাও মানতে রাজি হননি প্রধানমন্ত্রী ৷ ’’ Photo: Collected
advertisement
চৌকিদারের ঘরে সিঁদ! রাফাল প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া রাহুলের ৷ প্রতিরক্ষা মন্ত্রক থেকে ফাইল লোপাট নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন তিনি। ছত্রিশ রাফাল যুদ্ধবিমানের চুক্তি নিয়ে মোদিকে নজিরবিহীন আক্রমণ। সরকারের সিন্দুক থেকে চুক্তিপত্র চুরি, তাই তদন্ত হোক নরেন্দ্র মোদির বিরুদ্ধেই। রাফাল চুক্তিতে নিজের প্রভাব খাটিয়ে বাইপাস সার্জারি করেছেন প্রধানমন্ত্রী। দাবি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির। Photo: Collected