হোম /খবর /দেশ /
উত্তরপ্রদেশে কংগ্রেসের অবস্থা আরও খারাপ, কাজ করল না প্রিয়াঙ্কা ম্যাজিকও

Uttar Pradesh Election Results 2022: উত্তরপ্রদেশে কংগ্রেসের অবস্থা আরও খারাপ, কাজ করল না প্রিয়াঙ্কা ম্যাজিকও

রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি। ফাইল চিত্র

রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি। ফাইল চিত্র

Uttar Pradesh Election Results 2022: বেলা যত বেড়েছে দেখা গিয়েছে, হুহু করে আসন বেড়েছে বিজেপি-র। বিজেপি জিতছে ২৫০-এর বেশি আসনে।

  • Last Updated :
  • Share this:

#লখনউ: উত্তরপ্রদেশে ফের ক্ষমতা দখল করার পথে এগিয়ে চলেছে বিজেপি। আগের থেকে ভাল ফল করেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিও (Uttar Pradesh Election Results 2022)। কিন্তু এ কী অবস্থা কংগ্রেসের! আগে থেকেও কার্যত পিছিয়ে পড়েছে কংগ্রেস। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে মোট ৭টি আসনে জয় পেয়েছিল কংগ্রেস, কিন্তু পাঁচ বছর পরে সম্ভবত সেই অঙ্কেও পৌঁছতে পারছে না তারা। দীর্ঘ সময় ধরে চারটি বা তিনটি আসনেই আটকে আছে তারা। ফলে আগের থেকেও পিছিয়ে পড়েছে তারা।

লেড়কি হুঁ, লড় সক্তি হুঁ- এই স্লোগান নিয়ে উত্তরপ্রদেশের লড়াইয়ে পথে নেমেছিলেন প্রিয়াঙ্কা গান্ধি (Uttar Pradesh Election Results 2022)। প্রিয়াঙ্কাকে সামনে রেখে লড়াই শুরু করেছিল কংগ্রেস। কংগ্রেসের প্রার্থী তালিকাতেও ছিল চমক। প্রার্থী তালিকায় ছিল ৪০ শতাংশ মহিলা প্রার্থীও দেয় কংগ্রেস। সেই তালিকায় ছিলেন উন্নাও ধর্ষণের ঘটনায় আক্রান্তের মা-ও। কিন্তু তাতেও লাভ হয়নি।

আরও পড়ুন: যোগী ছাড়া বিপদে 'মুখ্যমন্ত্রী'রা! তারকাদের কে এগিয়ে, কে পিছিয়ে? দেখুন...

বেলা যত বেড়েছে দেখা গিয়েছে, হুহু করে আসন বেড়েছে বিজেপি-র। বিজেপি জিতছে ২৫০-এর বেশি আসনে। সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে ১১৭টি আসনে। কিন্তু কংগ্রেসের আসন সংখ্যা আটকে আছে মাত্র তিনটি থেকে চারটি আসনে। পাশাপাশি মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি এগিয়ে আছে ৩টি আসনে, এ ছাড়া অন্যরা এগিয়ে আছে ২টি আসনে। বিজেপির এই উত্থানের সঙ্গে সঙ্গেই জলের মতো মিশে গিয়েছে কংগ্রেস (Uttar Pradesh Election Results 2022)।

আরও পড়ুন: হঠাৎ করেই সব কংগ্রেস প্রার্থীর রিসর্টে 'আত্মগোপন'! ফলপ্রকাশের আগেই গোয়ায় হলটা কী?

সংবাদমাধ্যমে কংগ্রেসের মুখপাত্ররা জানিয়েছে, এই পরিস্থিতি থেকে শিক্ষা নেবে দল, ফলের বিশ্লেষণ করা হবে। কিন্তু বার বার, একের পর এক নির্বাচনে পরাজয় প্রশ্ন তুলছে গান্ধি পরিবারের নেতৃত্ব নিয়েও। কেন নতুন করে দলের পরিকাঠামো তৈরি করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। পঞ্জাবেও কার্যত ধুয়ে মুছে গিয়েছে কংগ্রেস। এই পর্যায়ের নির্বাচনে কার্যত মুখ পুড়িয়ে ফেলেছে হাত শিবির। অন্দরের একের পর এক বিবাদ, শীর্ষ নেতৃত্বের অসন্তোষ, এসব নিয়েও শেষ পর্যন্ত লড়াইয়ে নেমেছিল কংগ্রেস (Uttar Pradesh Election Results 2022)। তাতে ফল যা হওয়ার তাই হয়েছে।

Published by:Uddalak B
First published:

Tags: Punjab Assembly Election 2022