'ভারত জোড়ো যাত্রাকে বদনাম করতেই বিজেপির কোভিড নাটক,' তোপ কংগ্রেসের

Last Updated:

কংগ্রেসের দাবি, বিজেপি বিষয়টি ঘিরে ঘিরে রাজনীতি করছে। কারণ তারা ভারত জোড়ো যাত্রা বন্ধ করতে চাইছে।

রাহুল গান্ধি। ছবি সৌজন্যে রাহুল গান্ধির ফেসবুক অ্যাকাউন্ট
রাহুল গান্ধি। ছবি সৌজন্যে রাহুল গান্ধির ফেসবুক অ্যাকাউন্ট
#নয়া দিল্লি: চিনের করোনা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। পড়শি দেশের দিকে কড়া নজর রেখে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে কয়েকদিন আগেই মাস্ক পরার উপদেশ দিয়েছিল। ভারত জোড়ো যাত্রার জন্য কংগ্রেসকেও নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই নির্দেশিকায় কোভিড নিয়ম অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছিল।
কিন্তু কংগ্রেসের দাবি, বিজেপি বিষয়টি ঘিরে ঘিরে রাজনীতি করছে। কারণ তারা ভারত জোড়ো যাত্রা বন্ধ করতে চাইছে। রাহুল গান্ধির নেতৃত্বে থাকা ভারত জোড়ো যাত্রার মিছিল দিল্লিতে প্রবেশ করেছে। দেখা যাচ্ছে, মিছিলে প্রায় কারোর মুখেই মাস্ক নেই। কিছু ভিডিও ইতিমধ্যে সামনে এসেছে। সেখানে সামাজিক দূরত্বেরও মতো নিয়মও মানতে দেখা যায়নি। বিষয়টি ঘিরে কংগ্রসকে নিশানা করতে ছাড়েনি বিজেপি।
advertisement
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, "রাহুল গান্ধি কি কোভিড টেস্ট করিয়েছেন? ওঁনার সঙ্গে মিছিলে থাকা হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এখন করোনা আক্রান্ত। তিনি মিছিলে রাহুল গান্ধির সঙ্গে হাতও মিলিয়েছিলেন। কংগ্রেস কি কোভিড প্রোটোকল মেনে চলবে না? না কি একটি পরিবার কোভিড নিয়মেরও উপরে রয়েছে? কংগ্রেস নেতারা ভ্যাকসিন নিয়ে ভুয়ো তথ্য দিয়েছিলেন। এবার কি করোনা পরিস্থিতি দিয়ে ভুয়ো তথ্য ছড়াবেন? দেশে করোনার প্রভাব আবারও ছড়িয়ে পড়লে তার জন্য কংগ্রেস নেতারা দায়ী থাকবেন।"
advertisement
advertisement
তবে বিজেপি শিবিরকে পাল্টা নিশানা করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, "আমি নিজে মাস্ক পরি। কিন্তু বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে। প্রধানমন্ত্রী গতকাল সংসদে মাস্ক করে ছিলেন। কিন্তু পরে তাঁর মুখে কোনও মাস্ক পরে থাকতে দেখা যায়নি। কেন্দ্রীয় সরকারের দেওয়া সবরকম গাইডলাইন আমরা অনুসরণ করব। ভারত জোড়ো যাত্রার ব্যাঘাত ঘটাতেই বিজেপি করোনা নিয়ে রাজনীতি করছে।"
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'ভারত জোড়ো যাত্রাকে বদনাম করতেই বিজেপির কোভিড নাটক,' তোপ কংগ্রেসের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement