Ashok Gehlot: গেহলটের উপরে ক্ষুব্ধ হাইকম্যান্ড, সভাপতি পদে অন্য কেউ? ফের ভেসে উঠল রাহুলের নাম

Last Updated:

সভাপতি হয়ে নানা সমস্যায় জর্জরিত কংগ্রেসকে ঐক্যবদ্ধ করাই ছিল গেহলটের প্রথম দায়িত্ব৷

অশোক গেহলেটর উপরে ক্ষুব্ধ কংগ্রেস হাইকম্যান্ড৷
অশোক গেহলেটর উপরে ক্ষুব্ধ কংগ্রেস হাইকম্যান্ড৷
#দিল্লি: কংগ্রেস নেতৃত্বের আশা ছিল, অশোক গেহলটকে দলের সভাপতি করে এক ঢিলে দুই পাখি মারা যাবে৷ কারণ গেহলট সভাপতি হলে সচিন পাইলটকে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে বসিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের অবসান চেয়েছিলেন দলের নেতারা৷
যদিও গেহলটের মুখ্যমন্ত্রী পদ আঁকড়ে থাকার উচ্চাকাঙ্খা আর পাইলটকে কোণঠাসা করার কৌশল কংগ্রেস নেতৃত্বের পরিকল্পনা ভেস্তে গিয়েছে৷ সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী পদে বসানোর বিরোধিতা করে ইস্তফা দিয়েছেন গেহলটের অনুগামী ৮০ জনের বিধায়ক৷ যে বিদ্রোহের পিছনে আসলে গেহলটই কলকাঠি নেড়েছেন বলে মনে করছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব৷
দলের দুই পর্যবেক্ষক অজয় মাকেন এবং মল্লিকার্জুন খার্গের থেকে প্রাথমিক ভাবে যে রিপোর্ট হাইকম্যান্ড পেয়েছে, তাতে রাজস্থানের মুখ্যমন্ত্রী গেহলটের উপরে যারপরনাই ক্ষুব্ধ গান্ধি পরিবার সহ অন্যান্য নেতারা৷ পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, তাতে গেহলটের কংগ্রেস সভাপতি হওয়ার স্বপ্নেও কার্যত জল পড়ে গিয়েছে মনে করা হচ্ছে৷
advertisement
advertisement
কারণ সভাপতি হয়ে নানা সমস্যায় জর্জরিত কংগ্রেসকে ঐক্যবদ্ধ করাই ছিল গেহলটের প্রথম দায়িত্ব৷ সেখানে তাঁর নেতৃত্বেই রাজস্থানে দলের নেতাদের বিদ্রোহকে একেবারেই ভাল ভাবে নিচ্ছেন না কংগ্রেস শীর্ষ নেতৃত্ব৷ হবু সভাপতির দায়িত্ব নিয়ে বলতে গিয়ে দিন কয়েক আগে কোচিতে রাহুল গান্ধিও বলেছিলেন, কংগ্রেসকে ঐক্যবদ্ধ করাই নতুন সভাপতির গুরুত্বপূ্র্ণ দায়িত্ব হতে চলেছে৷
advertisement
গেহলট শিবিরের পাল্টা দাবি, তিনি যে দলের সভাপতি পদে মনোনয়ন দেবেন, সেই বিষয়ে দলের বিধায়কদের সম্মতিই নেওয়া হয়নি৷ এই টানাপোড়েনের মধ্যে সভাপতি পদে গেহলট আদৌ কতটা যোগ্য, কংগ্রেস শীর্ষ নেতৃত্ব সামনে সেই প্রশ্নও উঠে এসেছে৷
advertisement
এই অবস্থায় কংগ্রেস নেতৃত্ব এখন চাইছে, কমল নাথ, ভূপিন্দর সিং হুডা, সচিন পাইলট, দিগ্বিজয় সিং-এর মতো নেতারাও সভাপতি পদে মনোনয়ন জমা দিন৷ এ প্রসঙ্গে বলে রাখা ভাল, গেহলট সভাপতি পদে বসুন, কংগ্রেসের একাংশই তা চাইছিলেন না৷ তারাই এখন আবার সক্রিয় হয়ে উঠেছে৷
আবার গান্ধি পরিবারের আস্থাভাজনদের দাবি, এই ঘটনাই প্রমাণ করে দিয়েছে দলের শীর্ষ পদে গান্ধি পরিবারের কেউ না বসলে দলের পরিণতিও এমনই হবে৷ এই পরিস্থিতিতে ফের রাহুল গান্ধির নাম সভাপতির পদে ভেসে উঠেছে৷ কারণ রাহুলকে নিয়ে দলের মধ্যে বিরোধিতার কোনও সম্ভাবনা নেই৷ এই পরিস্থিতিতে আজই জয়পুরে অশোক গেহলট এবং সচিন পাইলটকে নিয়ে আলোচনায় বসবেন সনিয়া গান্ধির দুই দূত অজয় মাকেন এবং মল্লিকার্জুন খার্গে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ashok Gehlot: গেহলটের উপরে ক্ষুব্ধ হাইকম্যান্ড, সভাপতি পদে অন্য কেউ? ফের ভেসে উঠল রাহুলের নাম
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement