Goa Election: প্রাপ্তি শূন্য, গোয়ার ভোটে খরচের নিরিখে সবার আগে তৃণমূল! ধারে কাছে নেই অন্য কোনও দল

Last Updated:

গোয়া নির্বাচন কোন দল কত খরচ করেছে, নিয়ম মতো সেই হিসেব নির্বাচন কমিশনে জমা করতে হয়েছে তৃণমূল সহ সব রাজনৈতিক দলগুলিকেই৷

গোয়া ভোটের খরচে সবাইকে টেক্কা দিল তৃণমূল৷
গোয়া ভোটের খরচে সবাইকে টেক্কা দিল তৃণমূল৷
#দিল্লি: গোয়া বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলের লক্ষ্যে ঝাঁপিয়েছিল তৃণমূল কংগ্রেস৷ যদিও প্রাপ্তির ভাঁড়ার ছিল শূন্য৷ নির্বাচনী লড়াইয়ে খাতা খুলতে ব্যর্থ হলেও নির্বাচনে খরচের দিক থেকে এক নম্বর আসন দখল করল তৃণমূল কংগ্রেস৷ নির্বাচন কমিশনের কাছে জমা পড়া হিসেব অনুযায়ী, গোয়ায় ভোটের জন্য তৃণমূল ৪৭ কোটি টাকারও বেশি খরচ করেছিল৷ খরতের নিরিখে তৃণমূলের ধারেকাছে নেই অন্য কোনও দল৷
গোয়া নির্বাচন কোন দল কত খরচ করেছে, নিয়ম মতো সেই হিসেব নির্বাচন কমিশনে জমা করতে হয়েছে তৃণমূল সহ সব রাজনৈতিক দলগুলিকেই৷ সেই তথ্য উদ্ধৃত করে দ্য হিন্দু-তে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, গোয়া নির্বাচনে তৃণমূল মোট ৪৭.৫৪ কোটি টাকা খরচ করেছে৷ সেখানে বিজেপি খরচ করেছে ১৭.৭৫ কোটি টাকা৷
advertisement
advertisement
অন্য দিকে অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টিও গোয়া বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নেমেছিল৷ হিসেব বলছে, গোয়া নির্বাচনে আপ সাড়ে তিন কোটি টাকা খরচ করেছে৷ অন্য দিকে কংগ্রেসের খরচের পরিমাণ ছিল ১২ কোটি টাকা৷ শিবসেনার খরচের পরিমাণ ছিল ৯২ লক্ষের মতো৷
এই হিসেবই বলে দিচ্ছে, গোয়ায় বিধানসভা নির্বাচনে সবথেকে বেশি খরচ করেছে তৃণমূলই৷ যদিও ভোট বাক্সে তার কোনও সুফল পায়নি পশ্চিমবঙ্গের শাসক দল৷ গোয়ায় ২৩টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস৷
advertisement
তৃণমূল কোনও আসন জিততে না পারলেও তাদের জোট সঙ্গী গোয়া গোমন্তক পার্টি দু'টি আসনে জয়ী হয়৷ গোয়ায় প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রাও৷ বাবুল সুপ্রিয়, ডেরেক ও ব্রায়েনের মতো নেতারাও গোয়ায় প্রচারে গিয়েছিলেন৷ কিন্তু খরচ এবং প্রচারে তাক লাগিয়েও শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয় তৃণমূলকে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Goa Election: প্রাপ্তি শূন্য, গোয়ার ভোটে খরচের নিরিখে সবার আগে তৃণমূল! ধারে কাছে নেই অন্য কোনও দল
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement