Delhi Violence| কেন্দ্র রাজধর্ম পালন করুক, আর্জি নিয়ে রাষ্ট্রপতির কাছে কংগ্রেস
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
এ দিন কংগ্রেস রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয়, তাতে বলা হয়ছে, 'রাষ্ট্রপতিজি, আপনি সংবিধানের সর্বোচ্চ ক্ষমতাধারী৷ দয়া করে কেন্দ্রকে রাজধর্ম রক্ষা করতে বলুন৷ সব সরকারের উচিত রাজধর্মের রক্ষা করা৷'
#নয়াদিল্লি: কর্তব্যে গাফিলতির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বরখাস্ত করা উচিত৷ দিল্লির হিংসায় কেন্দ্র ও অরবিন্দ কেজরিওয়ালের সরকার, দু পক্ষই চুপ ছিল৷ যার জেরে ৩৪ জনের মৃত্যু হল৷ বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করার পর এই মন্তব্য করলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধি৷ এ দিন সনিয়া গান্ধির নেতৃত্ব কংগ্রেসের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন৷
রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, 'রাজধর্মকে রক্ষার জন্য বিশেষ ক্ষমতা ব্যবহার করতে আমরা রাষ্ট্রপতির কাছে আর্জি জানালাম৷' দিল্লি হিংসার তীব্র নিন্দাও করেন তিনি৷ বিজেপি ও দিল্লির আপ সরকারকে একযোগে আক্রমণ করে সনিয়া বলেন, 'গোটা হিংসায় কেন্দ্রীয় সরকার ও দিল্লি সরকার ছিল নীরব দর্শক৷'
Instead of taking active steps to remedy or diffuse the situation, the Central Govt as also the newly elected Delhi Govt, have remained mute spectators as completely mindless rage, designed violence and organised looting has continued unabated: CP Smt Sonia Gandhi. #LoyalOrLoya pic.twitter.com/aC0ooRevFB
— Congress (@INCIndia) February 27, 2020
advertisement
advertisement
বুধবার থেকেই কংগ্রেস অমিত শাহের ইস্তফার দাবি জানাচ্ছে৷ ৪ দিন ধরে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার জেরে ৩৪ জনের মৃত্যু হয়েছে৷ এ দিন কংগ্রেস রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয়, তাতে বলা হয়ছে, 'রাষ্ট্রপতিজি, আপনি সংবিধানের সর্বোচ্চ ক্ষমতাধারী৷ দয়া করে কেন্দ্রকে রাজধর্ম রক্ষা করতে বলুন৷ সব সরকারের উচিত রাজধর্মের রক্ষা করা৷'
কংগ্রেসের অন্তর্বতীকালীন প্রেসিডেন্ট সনিয়া গান্ধি বুধবার বলেন, ‘দিল্লি হিংসার জন্য শুধু কেন্দ্রই নয় সমানভাবে দায়ী দিল্লির কেজরি সরকারও ৷ গত ৭২ ঘণ্টা ধরে নিস্ক্রিয় হয়ে রয়েছে দিল্লি পুলিশ ৷ তারা পরিস্থিতি সামলাতে সম্পূর্ণ ব্যর্থ ৷ আসলে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে এর পিছনে ৷’
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 27, 2020 3:20 PM IST