• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • সুপ্রিম কোর্টের নির্দেশের উল্টো রায় দিয়েছে সিবিআই আদালত! সমালোচনা কংগ্রেসের

সুপ্রিম কোর্টের নির্দেশের উল্টো রায় দিয়েছে সিবিআই আদালত! সমালোচনা কংগ্রেসের

Photo-File

Photo-File

লখনউয়ে সিবিআই-এর বিশেষ আদালত এ দিন বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় দিতে গিয়ে অভিযুক্ত ৩২ জনকেই বেকসুর খালাস ঘোষণা করেছে৷

 • Share this:
  #নয়াদিল্লি: বাবরি ধ্বংস মামলায় সিবিআই-এর বিশেষ আদালতের রায় সুপ্রিম কোর্টের নির্দেশ ও সংবিধানের উদ্দেশ্যের পরিপন্থী বলে মনে করে কংগ্রেস৷ এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদনের জন্য কেন্দ্র এবং উত্তর প্রদেশ সরকারের কাছেও দাবি জানিয়েছে তারা৷ লখনউয়ে সিবিআই-এর বিশেষ আদালত এ দিন বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় দিতে গিয়ে অভিযুক্ত ৩২ জনকেই বেকসুর খালাস ঘোষণা করেছে৷ বিচারক রায় দিতে গিয়ে জানান, বাবরি ধ্বংস যে পূর্বপরিকল্পিত এবং তার জন্য ষড়যন্ত্র করা হয়েছে, এই অভিযোগের স্বপক্ষে যথেষ্ট প্রমাণ মেলেনি৷

  বাবরি ধ্বংস মামলার রায়দান করতে গিয়ে এ দিন লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশি, উমা ভারতীর মতো বিজেপি-র গুরুত্বপূর্ণ নেতানেত্রী সহ সমস্ত অভিযুক্তকেই বেকসুর খালাস ঘোষণা করেছেন সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক সুরেন্দ্র কুমার যাদব৷ এই রায়ের সমালোচনা করে কংগ্রেসের তরফে বলা হয়েছে, সু্প্রিম কোর্টও গতবছর নভেম্বর মাসে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাকে বেআইনি বলে জানিয়েছিল৷ সেখানে আজকে সিবিআই আদালতের রায়ে শীর্ষ আদালতের মতামতেরও উল্টো কথা বলা হয়েছে৷ শুধু তাই নয়, এই রায় সংবিধানেরও পরিপন্থী বলে সমালোচনা করেছে কংগ্রেস৷

  সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক এ দিন রায় দিতে গিয়ে জানিয়েছেন, বাবরি মসজিদ ধ্বংসের যে ভিডিও সিবিআই আদালতে জমা দিয়েছিল তার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করা সম্ভব নয়৷ তাছাড়া ওই ভিডিও-টিতে আওয়াজও অস্পষ্ট৷ শুধু তাই নয়, আদালতের রায়ে আরও বলা হয়েছে, সমাজবিরোধীরা বাবরি মসজিদ ধ্বংসের চেষ্টা করলেও অভিযুক্ত নেতারা তাদের নিরস্ত করার চেষ্টা করেন৷

  কংগ্রেসের তরফে বলা হয়েছে, গত নভেম্বর মাসে অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির গড়ার অনুমতি দিয়েও সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাকে আইনের শাসনকে ভাঙার শিউরে ওঠার মতো নিদর্শন হিসেবে ব্যাখ্যা করেছিল৷ কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালার দেওয়া বিবৃতিতে প্রশ্ন করা হয়েছে, 'তার পরেও সিবিআই-এর বিশেষ আদালত সব অভিযুক্তকে বেকসুর খালাস করেছে৷ ফলে এ দিনের রায় যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের সম্পূর্ণ বিরোধী তা স্পষ্ট৷'

  এর পাশাপাশি কংগ্রেস অভিযোগ করেছে, ক্ষমতায় থাকার জন্য বিজেপি এবং আরএসএস দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বকে নষ্ট করে দিতে গভীর ষড়যন্ত্র করছে৷ বাবরি ধ্বংসের সময় উত্তর প্রদেশের তৎকালীন বিজেপি সরকারকেও ষড়যন্ত্রের শরিক হিসেবে এ দিন অভিযোগ করেছে কংগ্রেস৷

  Published by:Debamoy Ghosh
  First published: