Priyanka Gandhi: লোকসভায় এবার একসঙ্গে রাহুল-প্রিয়াঙ্কা? দাদার ছেড়ে ওয়ানাডে প্রার্থী এবার বোন

Last Updated:

সংসদে এবার বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গেই দেখা যেতে পারে প্রিয়াঙ্কা গান্ধিকেও৷ ওয়ানাড লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে কংগ্রেস প্রত্যাশিত ভাবেই প্রিয়াঙ্কা গান্ধির নাম প্রার্থী হিসেবে ঘোষণা করার পরই সেই সম্ভাবনা আরও জোরাল হল৷ 

রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি৷
রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি৷
নয়াদিল্লি: সংসদে এবার বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গেই দেখা যেতে পারে প্রিয়াঙ্কা গান্ধিকেও৷ ওয়ানাড লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে কংগ্রেস প্রত্যাশিত ভাবেই প্রিয়াঙ্কা গান্ধির নাম প্রার্থী হিসেবে ঘোষণা করার পরই সেই সম্ভাবনা আরও জোরাল হল৷
এ দিনই নির্বাচন কমিশন ঘোষণা করেছে, ওয়ানাড লোকসভা কেন্দ্রে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন হবে৷ গত লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের রায়বরেলির পাশাপাশি ওয়ানাড কেন্দ্র থেকেও জয়ী হয়েছিলেন রাহুল গান্ধি৷ কিন্তু ওয়ানাড কেন্দ্রের সাংসদ পদ থেকে ইস্তফা দেন রাহুল৷ তার পর থেকেই প্রিয়াঙ্কার এই কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা জোরাল হচ্ছিল৷ এ দিন কংগ্রেসের ঘোষণায় সেই সম্ভাবনাতেই সিলমোহর পড়ল৷
advertisement
advertisement
উপনির্বাচনে ওয়ানাড কেন্দ্র থেকে রাহুল গান্ধির তুলনায় প্রিয়াঙ্কার লড়াইও কিছুটা সহজ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল৷ কারণ ইন্ডিয়া জোটের শরিক হওয়া সত্ত্বেও গত লোকসভা নির্বাচনে রাহুল গান্ধির বিরুদ্ধে এই কেন্দ্র থেকে প্রার্থী দিয়েছিল বাম শরিক সিপিআই৷ প্রার্থী হয়েছিলেন সিপিআই নেতা ডি রাজার স্ত্রী অ্যানি রাজা৷ তা সত্ত্বেও প্রায় সাড়ে তিন লক্ষ ভোটে জয়ী হন রাহুল৷
advertisement
যদিও অ্যানি রাজা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধি প্রার্থী হলে তিনি তাঁর বিরুদ্ধে আর প্রার্থী হবেন না৷ কারণ একজন মহিলার বিরুদ্ধে তিনি আর প্রার্থী হতে চান না৷  ফলে সংসদীয় রাজনীতিতে প্রিয়াঙ্কার অভিষেক এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে৷
প্রিয়াঙ্কা গান্ধি সামনে থেকে কংগ্রেসকে নেতৃত্ব দিন, দীর্ঘদিন ধরে কংগ্রেসের অন্দরেই এই দাবি উঠেছে৷ যদিও এত দিন কোনও নির্বাচনেই প্রার্থী হননি তিনি৷ গত লোকসভা নির্বাচনে অমেঠি, বারাণসীর মতো কেন্দ্র থেকে প্রিয়াঙ্কা প্রার্থী হতে পারেন বলে জল্পনা ছড়ালেও শেষ পর্যন্ত ভোটের লড়াই থেকে দূরেই থেকেছেন প্রিয়াঙ্কা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Priyanka Gandhi: লোকসভায় এবার একসঙ্গে রাহুল-প্রিয়াঙ্কা? দাদার ছেড়ে ওয়ানাডে প্রার্থী এবার বোন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement