মধ্যপ্রদেশে কংগ্রেস সরকারে সংকট! ১৮ বিধায়ক, মন্ত্রী ফোন বন্ধ করে বেপাত্তা

Last Updated:

কোথায় রয়েছেন তাঁরা, সে খবরও পাওয়া যাচ্ছে না৷ তবে আন্দাজ, বেঙ্গালুরুতে কোনও একটি হোটেলে আত্মগোপন করে রয়েছেন তাঁরা৷

#ভোপাল: মধ্যপ্রদেশ কংগ্রেস সরকারে আরও গভীর হচ্ছে সংকট৷ দু’দিন আগেই খবর এসেছিল, মধ্যপ্রদেশের কংগ্রেসের আটজন বিধায়ক বেপাত্তা হয়ে গিয়েছেন৷ আজ নতুন করে খবর এসেছে, সব মিলিয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ঘনিষ্ঠ ১৮জন বিধায়ক, মন্ত্রী মধ্যপ্রদেশ থেকে হঠাৎ বেপাত্তা হয়ে গিয়েছেন৷ তাঁরা ফোন ধরছেন না বা বন্ধ করে রেখেছেন৷ কোথায় রয়েছেন তাঁরা, সে খবরও পাওয়া যাচ্ছে না৷ তবে আন্দাজ, বেঙ্গালুরুতে কোনও একটি হোটেলে আত্মগোপন করে রয়েছেন তাঁরা৷
মধ্যপ্রদেশের রাজ্য কংগ্রেসে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও কমলনাথের মধ্যে যে ঠাণ্ডা লড়াই আছে, তা অস্বীকার করার কোনও উপায় নেই৷ সেই লড়াই নতুন মোড় নিতে চলেছে এবার৷ ক’দিন আগেই সিন্ধিয়া বলেছিলেন, শিক্ষকদের দাবিদাওয়া মেটানোর বিষয়ে যদি কমলনাথ সরকার দ্রুত পদক্ষেপ না করে, তাহলে নিজের দলের বিরুদ্ধেই রাস্তায় নামবেন তিনি৷ মানে, লড়াই চলে এসেছিল প্রকাশ্যে৷
advertisement
যদিও, দু’দিন আগেই দিল্লিতে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে মধ্যপ্রদেশ রাজ্য সরকারের মন্ত্রিসভা রদবলদের বিষয়ে আলোচনা করে এসেছেন মুখমন্ত্রী কমলনাথ৷ কিন্তু তারপরেই হঠাৎ সিন্ধিয়া শিবিরের কংগ্রেস নেতারা ক্ষেপে উঠেছেন৷
advertisement
যদিও এমন চিত্র খুব একটা নতুন নয়৷ এর আগেও একাধিকবার বিভিন্ন রাজ্য সরকারের নেতারা এভাবেই নানা সময়ে উধাও হয়ে যেতেন৷ কর্নাটকেও এমন নাটক বারবার হয়েছে৷ যদিও, মধ্যপ্রদেশ সরকার শেষ পর্যন্ত এই ধাক্কায় পড়ে যায় কি না, এখন সেটাই দেখার৷
বাংলা খবর/ খবর/দেশ/
মধ্যপ্রদেশে কংগ্রেস সরকারে সংকট! ১৮ বিধায়ক, মন্ত্রী ফোন বন্ধ করে বেপাত্তা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement