বিদেশি মিডিয়ার অবৈধ দাবি, ফ্রান্সে অনিল আম্বানির সংস্থাকে করে বড় ছাড় দেওয়া হয়েছে
Last Updated:
দেশের নিয়মানুসারে ফরাসি আধিকারিকদের সঙ্গে একটা সমঝোতা করা হয়েছে
#নয়াদিল্লি: শনিবার ফরাসী সংবাদপত্র Le Monde একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে অনিল আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স আটলান্টিক ফ্ল্যাগ ফ্রান্সকে (Reliance Atlantic Flag France) করে বিশাল ছাড় দিয়েছে ৷ জানা গিয়েছে প্রায় ১৬২.২ মিলিয়ান ডলার কর বকেয়া ছিল ৷
রিলায়েন্স কমিউনিকেশনের পক্ষ থেকে এই বিষয়ে একটি বিবৃতিতে জানানো হয়েছে ফরাসি ওই সংস্থার দাবি সম্পূর্ণরূপে অবৈধ ৷ দেশের নিয়মানুসারে ফরাসি আধিকারিকদের সঙ্গে একটা সমঝোতা করা হয়েছে ৷
এই ভিত্তিতেই বলা যেতে পারে যে অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স আটলান্টিক ফ্ল্যাগ ফ্রান্স আধিকারিকের মাধ্যমে অর্থবর্ষ ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত একটি পরিসংখ্যান খতিয়ে দেখা হয়েছিল ৷ তখন দেখা গিয়েছে ৬০ মিলিয়ান করে বকেয়া ছিল সেই সময়ে ৷ অনিল আম্বানির সংস্থা ৭.৬ মিলিয়ান ইউরো দেওয়ার প্রস্তাবও দিয়েছিল ৷ তবে সেই সময়ে ফরাসী আধিকারিকেরা সেই টাকা নিতে অস্বীকার করে জানিয়েছে বিষয়টি আরও একবার খতিয়ে দেখা হবে ৷
advertisement
advertisement
২০১০ এবং ২০১২ সালের মাঝখানে একবার পুরো বিষয়টি খুঁটিয়ে দেখা হয়েছিল ৷ সেই সময় সংস্থাকে অতিরিক্ত ৯১ মিলিয়ান ইউরো দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ রাফাল চুক্তির ৬ মাস পরে ফরাসি আধিকারিকেরা রিলায়েন্সের থেকে ৭.৩ মিলিয়ান ইউরো নিয়েছিল ৷
এরফলে প্রতিরক্ষা মন্ত্রক আপত্তি জানিয়েছিল ৷ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল ঘটনাটি রাফালের সঙ্গে যুক্ত করে দেখা উচিৎ নয় ৷ একটি সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে আভ্যন্তরীণ বিষয় সেটি ৷ এর সঙ্গে রাফাল চুক্তির কোনও দূর-দূরান্ত পর্যন্ত কোনও সম্পর্ক নেই ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 13, 2019 11:37 PM IST