হোম /খবর /দেশ /
'আমি শোকাহত', অরুণ জেটলির প্রয়াণে শোকপ্রকাশ রাহুল গান্ধির

'আমি শোকাহত', অরুণ জেটলির প্রয়াণে শোকপ্রকাশ রাহুল গান্ধির

'অরুণ জেটলির প্রয়াণে আমি শোকাহত, তাঁর পরিবার ও বন্ধুদের আমার সমবেদনা', ট্যুইট করেছেন রাহুল

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: মাত্র ৬৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন বিজেপির প্রবীণ নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি । শোকপ্রকাশ করেছে কংগ্রেস। শোকপ্রকাশ করলেন ওয়েনাড সাংসদ রাহুল গান্ধি।

    'অরুণ জেটলির প্রয়াণে আমি শোকাহত, তাঁর পরিবার ও বন্ধুদের আমার সমবেদনা', ট্যুইট করেছেন রাহুল ।

    জেটলির প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধিও । জেটলির অকালপ্রয়াণে শোকপ্রকাশ করে তিনি জানিয়েছেন শুধুমাত্র সাংসদ বা মন্ত্রী নন, একজন জননেতা হিসেবে তাঁকে মনে রাখবেন মানুষ , জানিয়েছেন সোনিয়া ।

    First published:

    Tags: Arun Jaitley, Arun Jaitley's death, Rahul Gandhi