‘জোট হলে ভোটের ফল অন্য হত’, কর্ণাটকের ফল নিয়ে মমতার ট্যুইট
Last Updated:
‘জোট হলে ভোটের ফল অন্য হত’, কর্ণাটকের ফল নিয়ে মমতার ট্যুইট
#বেঙ্গালুরু: হাতের হাতছাড়া কর্ণাটক ৷ এক্সিজ পোলের রেজাল্টের পরিসংখ্যানকে ওলটপালট করে কর্ণাটকে সরকার গড়ার পথে ঝড়ের বেগে এগিয়ে চলেছে গেরুয়া শিবির ৷ ২২২টি আসনের মধ্যে ১১৮টি আসনে এগিয়ে থেকে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে বিজেপি ৷
নির্বাচনী ফলাফলের ট্রেন্ড পরিষ্কার হতেই কংগ্রেস-জেডিএস জোটের সার্থকতা নিয়ে ফের সওয়াল তুলে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর মতে, কংগ্রেস ও জেডিএস জোটে লড়লে ভোটের ফল অন্যরকম হত ৷ মোদি ঝড়কে থামিয়ে কর্ণাটক নিজেদের হাতেই রাখতে পারত হাত শিবির বলে মত প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement
advertisement
একইসঙ্গে কর্ণাটকে জয়ীদের শুভেচ্ছা জানাতে ভোলেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ট্যুইটে তিনি বলেছেন, ‘কর্ণাটক নির্বাচনে জয়ীদের শুভেচ্ছা ৷ ভোটে পরাজিতদের আরও লড়তে হবে ৷ কংগ্রেস-জেডিএস জোট হলে ভোটের ফল অন্য হত ৷’
এখনও ১৭টি আসনে জয়ী বিজেপি ৷ শিকারিপুরা কেন্দ্রে জয়ী ইয়েদুরাপ্পা ৷ ৬টি আসনে জয় কংগ্রেসের ৷ ৩টি কেন্দ্রে জয়ী বিএসপি ৷
advertisement
Congratulations to the winners of the Karnataka elections. For those who lost, fight back. If Congress had gone into an alliance with the JD(S), the result would have been different. Very different
— Mamata Banerjee (@MamataOfficial) May 15, 2018
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 15, 2018 12:27 PM IST