মেঘভাঙা বৃষ্টিতে ছারখার ভূস্বর্গ! মৃতের সংখ্যা বেড়ে ৬০! হড়পা বানে বিধ্বস্ত কিশতওয়াড়

Last Updated:

উত্তরাখণ্ডের ধরালীর পরে জম্মু-কাশ্মীরের কিশ্তওয়াড়, এবার হড়পা বানে বিধ্বস্ত ভূস্বর্গ। বৃহস্পতিবার বিকেলে মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানে এখনও পর্যন্ত ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃতদের মধ্যে দুইজন সিআইএসএফ জওয়ানও আছেন বলে খবর।

হড়পা হানে মৃত ৪৬ জন
হড়পা হানে মৃত ৪৬ জন
জম্মু: উত্তরাখণ্ডের ধরালীর পরে জম্মু-কাশ্মীরের কিশতওয়াড়, এবার হড়পা বানে বিধ্বস্ত ভূস্বর্গ। বৃহস্পতিবার বিকেলে মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানে এখনও পর্যন্ত ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃতদের মধ্যে দুইজন সিআইএসএফ জওয়ানও আছেন বলে খবর।
প্রশাসন সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে বিপর্যস্ত হয়ে পড়ে উপত্যকার ওই প্রত্যন্ত এলাকা। উদ্ধারকাজ জারি থাকলেও মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় প্রশাসন। এখনও পর্যন্ত মোট ১৬৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: ভয়াবহ কাণ্ড কাশ্মীরে! মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যুমিছিল, এখনই মৃত্যু ১২ জনের!আরও মৃত্যুর আশঙ্কা
বৃহস্পতিবার, বেলা ১২টা নাগাদ চোসিটি এলাকায় এই ঘটনাটি ঘটে। প্রসঙ্গত ওই এলাকাতেই রয়েছে পবিত্র মাচাইল মাতা মন্দির। এবং ওই এলাকাই শেষ যান চলাচল যোগ্য রাস্তা। সেখানেই এই হড়পা বানের ঘটনাটি ঘটে।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না’ ১৫ অগাস্ট সিন্ধুর জলচুক্তি নিয়ে বড় ঘোষণা মোদির!
ইতিমধ্যেই এই উদ্ধারকাজে হাত লাগিয়েছে সেনাবাহিনীও। এই প্রসঙ্গে কিশতওয়াড় এলাকার ডেপুটি কমিশনার পঙ্কজ কুমার শর্মা জানিয়েছেন জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী একইসঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছে। এছাড়াও, সেনা, স্থানীয় স্বেচ্ছাসেবক-সহ আরও বহু মানুষ উদ্ধারকাজে এগিয়ে এসেছেন।
advertisement
এই প্রসঙ্গে ডেপুটি কমিশনার বলেন, “ইতিমধ্যেই বড় ধরনের একটি উদ্ধারকাজ শুরু হয়েছে। গোটা এলাকাজুড়েই উদ্ধারকাজ শুরু হয়েছে।”
এই বিপর্যয়ের ফলে স্বাধীনতা দিবসের চা চক্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে বলে জানান জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
এই প্রসঙ্গে তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেল এক্সে লেখেন, “কিশ্তওয়াড়ে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তার ফলে এই আমরা এই অনুষ্ঠান বন্ধ রাখছি।”
advertisement
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “কিশ্তওয়াড়ে মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানে বিধ্বস্ত মানুষদের জন্য আমি প্রার্থনা করছি। এই ঘটনার উপর আমরা লক্ষ্য রাখছি। যে কোনও সাহায্যের জন্য আমরা সবসময় প্রস্তুত রয়েছি।”
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মেঘভাঙা বৃষ্টিতে ছারখার ভূস্বর্গ! মৃতের সংখ্যা বেড়ে ৬০! হড়পা বানে বিধ্বস্ত কিশতওয়াড়
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement