হোম /খবর /দেশ /
অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ বাবা, মোবাইলে অনলাইন ক্লাস করতে গিয়ে দেখে ফেলল মেয়ে

অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় বাবা, মোবাইলে অনলাইন ক্লাস করতে গিয়ে দেখে ফেলল মেয়ে

প্রতীকী ছবি৷ Photo-File

প্রতীকী ছবি৷ Photo-File

এমনই কাণ্ড ঘটেছে কর্ণাটকের মান্ডিয়াতে৷ ওই ফোনেই অন্য এক মহিলার সঙ্গে নিজের ঘনিষ্ঠ ভিডিও রেখে দিয়েছিলেন ওই ব্যক্তি৷

  • Last Updated :
  • Share this:

#কর্ণাটক: অনলাইন ক্লাস করার জন্য দ্বাদশ শ্রেণির পড়ুয়া মেয়েকে নিজের মোবাইল ফোন দিয়েছিলেন বাবা৷ আর তা করতে গিয়েই নিজের বিপদ ডেকে আনলেন তিনি৷ কারণ ফোনের সূত্রেই বাবার বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলেছে মেয়ে! টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে৷

এমনই কাণ্ড ঘটেছে কর্ণাটকের মান্ডিয়াতে৷ ওই ফোনেই অন্য এক মহিলার সঙ্গে নিজের ঘনিষ্ঠ ভিডিও রেখে দিয়েছিলেন ওই ব্যক্তি৷ ফোন ঘেঁটে দেখতে গিয়ে যা তাঁর মেয়ের নজরে পড়ে যায়৷ সঙ্গে সঙ্গে তা নিজের মাকে জানিয়ে দেয় ওই ছাত্রী৷ এখন স্বামীর থেকে বিবাহবিচ্ছেদ চাইছেন ওই ব্যক্তির স্ত্রী৷ পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবক সংগঠনের তরফে গোটা বিষয়টি মিটমাট করার চেষ্টা চলছে৷

তবে স্ত্রী বিচ্ছেদ চাইলেও সংসার জোড়া লাগাতে মরিয়া ওই ব্যক্তি৷ ওই দম্পতির ১৮ বছরের বিবাহিত জীবন৷ ১৫ এবং ১৭ বছর বয়সি দু'টি মেয়ে রয়েছে তাঁদের৷

পুলিশ জানিয়েছে, গত অক্টোবর মাসে এই ঘটনা ঘটেছে৷ মেয়েকে অনলাইন ক্লাস করতে নিজের ফোন দিয়েছিলেন ওই ব্যক্তি৷ তার মধ্যেই অন্য এক মহিলার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছিল৷ সেই মহিলা আবার সম্পর্কে ওই পরিবারের আত্মীয়া হন৷ নিজেদের ঘনিষ্ঠ মুহূর্ত ফোনে রেকর্ড করে রাখতেন ওই ব্যক্তি৷ বাবাকে অন্য এক মহিলার সঙ্গে দেখামাত্র তা মাকে জানায় ওই ব্যক্তির বড় মেয়ে৷ স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরেই স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বারস্থ হন ওই ব্যক্তির স্ত্রী৷

পুলিশ দু' পক্ষকে বোঝানোর চেষ্টা করলেও এখন তারা সফল হয়নি৷ ওই ব্যক্তির বিরুদ্ধে অতীতেও পুলিশের খাতায় অভিযোগ দায়ের হয়েছে৷ তবে এক্ষেত্রে শুধুমাত্র পরকীয়ার দায়ে তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না পুলিশ৷ তবে তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে ব্যবস্থা নিতে পারে পুলিশ৷ সেক্ষেত্রেও দেখতে হবে তিনি ওই মহিলার ইচ্ছের বিরুদ্ধে তাঁর ভিডিও রেকর্ড করে মোবাইলে রেখেছিলেন কি না এবং তা অন্য কাউকে পাঠিয়েছিলেন কি না৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Extra Marital Affair, Karnataka, Online class