Heart Attack: হাঁটতে হাঁটতেই স্কুলের গেটে লুটিয়ে পড়ল ছাত্রী, কয়েক মিনিটে সব শেষ! ১৬ বছরে প্রাণ কাড়ল হার্ট অ্যাটাক?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
হায়দ্রাবাদ: হেঁটে হেঁটেই স্কুলে যাচ্ছিল দশম শ্রেণির ছাত্রীর৷ স্কুলের সামনেও পৌঁছে গিয়েছিল সে৷ স্কুলে ঢোকার ঠিক মুখে আচমকাই গেটের সামনে লুটিয়ে পড়ল ওই ছাত্রী৷ তড়িঘড়ি ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর দ্রুত চিকিৎসাও শুরু হয়৷ দ্বিতীয় একটি হাসপাতালেও পাঠানো হয় ছাত্রীকে৷ সেখানেই ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ১৬ বছর বয়সি ওই ছাত্রীর৷
স্তম্ভিত করে দেওয়ার মতো এই ঘটনা ঘটেছে তেলঙ্গানার কামারেড্ডি জেলায়৷ মৃত ওই ছাত্রীর নাম শ্রী নিধি৷ কামরেড্ডির একটি বেসরকারি স্কুলের পড়ুয়া ছিল সে৷ বাড়ি দূরে হওয়ায় স্কুলের কাছেই থাকত ওই ছাত্রী৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার স্কুলের কাছে পৌঁছতেই বুকে ব্যথা অনুভব করে ওই ছাত্রী৷ এর পরই স্কুলের গেটের কাছেই লুটিয়ে পড়ে ওই ছাত্রী৷
advertisement
আরও পড়ুন: হুবহু যেন ট্যাংরা, বীরভূমের ঘরে মিলল এক মহিলা-দুই নাবালিকার রক্তাক্ত দেহ! কী ঘটেছে? জেনে শিউরে উঠবেন
advertisement
ওই ছাত্রী পড়ে যেতেই তা চোখে পড়ে স্কুলের এক শিক্ষকের৷ সঙ্গে সঙ্গে ওই ছাত্রীকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ প্রাথমিক ভাবে ওই ছাত্রীকে স্কুলের কাছেই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সঙ্গে সঙ্গে তাকে সিপিআর দেন চিকিৎসকরা৷ কিন্তু তাতেও ওই ছাত্রী সাড়া না দেওয়ায় তাকে অন্য একটি হাসপাতালে রেফার করা হয়৷ সেখানেই ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ প্রাথমিক ভাবে চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছে ওই ছাত্রী৷
advertisement
ছাত্রীর এই পরিণতিতে রীতিমতো স্তম্ভিত তার সহপাঠী এবং শিক্ষকরা৷ এত কম বয়সে কেউ যে হৃদরোগে আক্রান্ত হতে পারে, তা কল্পনাই করতে পারছেন না কেউ৷ ওই ছাত্রীর গ্রামের বাড়িতে তার দেহ পাঠানো হয়েছে৷
কয়েকদিন আগেই আলিগড়ের সিরৌলি গ্রামে ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়া স্কুলের স্পোর্টসের প্রস্তুতি নেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়৷ একই ভাবে আলিগড়েরই ৮ বছর বয়সি এক বালিকাও বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে হৃদরোগে আক্রান্ত হয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2025 2:49 PM IST