হাতে, পেটে, থাইয়ে গরম লোহার রডের ছ্যাঁকা! অন্ধ্রপ্রদেশে ক্লাস টেন ছাত্রের উপর অমানুষিক অত্যাচার!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
অন্ধ্রপ্রদেশের মোরামপুডি জেলায় শ্রী চৈতন্য হস্টেলে এক দশম শ্রেণীর ছাত্রের উপর অমানুষিক অত্যাচার করার অভিযোগ উঠল। এই বিষয়ে ওই জেলার এডুকেশনাল অফিসার বাসুদেব রাও এই ঘটনার কথা স্বীকার করেছেন।
অমরাবতী: অন্ধ্রপ্রদেশের মোরামপুডি জেলায় শ্রী চৈতন্য হস্টেলে এক দশম শ্রেণীর ছাত্রের উপর অমানুষিক অত্যাচার করার অভিযোগ উঠল। এই বিষয়ে ওই জেলার এডুকেশনাল অফিসার বাসুদেব রাও এই ঘটনার কথা স্বীকার করেছেন। গত এক সপ্তাহ আগে ঘটেছে এই শিউরে ওঠার মতন ঘটনা। সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: Kangana Ranaut | কংগ্রেসের ‘নারীবিরোধী মানসিকতার’ বিরুদ্ধে তীব্র নিন্দা কঙ্গনার
পুলিশ সূত্রে খবর, দশম শ্রেণীর ওই ছাত্রীকে নির্মমভাবে অত্যাচার করা হয়। গরম লোহা দিয়ে নির্যাতিতার পেটে, থাইয়ে এবং হাতে ছ্যাঁকা দেওয়া হয়। শঙ্করগুপ্তাতম গ্রামের মালিকাপুরম মণ্ডলের ডাঃ বিআর আম্বেদকর কোনাসীমা জেলার বছর ১৬-এর ওই কিশোরের উপরে এই অমানুষিক অত্যাচার চালানো হয়। জানা গিয়েছে হস্টেলে থাকাকালীন তাঁর দুই সহপাঠী তাঁর উপরে এই অত্যাচার চালায়। কাউকে এই বিষয়ে কিছু জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ জানান ওই কিশোর।
advertisement
জানা গিয়েছে ওই কিশোরের নামে চিৎকার করতে করতে হস্টেলের ঘরে ঢোকে অভিযুক্তরা। এরপরে লোহার রড গরম করে তা চেপে ধরে নির্যাতিত কিশোরের থাই, হাতে এবং পেটে।
advertisement
আরও পড়ুন: মুম্বই থেকে কোঙ্কণ পাড়ি মাত্র ৫ ঘণ্টায় ! ১ সেপ্টেম্বর, ২০২৫ থেকেই চালু হচ্ছে ‘রো-রো ফেরি’
এই প্রসঙ্গে ওই কিশোর বলে, “প্রথমে তাঁরা আমাকে হুমকি দেয়। তারপর তাঁরা আমাকে বলে আমি যদি আমার ছ্যাঁকার দাগগুলি প্রিন্সিপালকে দেখাই তাহলে তা আমার জন্য ভাল হবে না। আমি ভয়ে গোটা সপ্তাহ চুপ ছিলাম।”
advertisement
ওই কিশোরের আপাতত রাজৌলু সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। ইতিমধ্যেই ওই কিশোরের এই ঘটনার শাস্তি চেয়েছেন তাঁর মা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 2:36 PM IST