স্কুলের শৌচাগারে সন্তান প্রসব করল নবম শ্রেণির ছাত্রী... বরখাস্ত দুই শিক্ষক, তোলপাড় স্কুল
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
কর্নাটকের সরকারি আবাসিক স্কুলের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ১৭ বছরের ওই নাবালিকা মা এবং সদ্যোজাত দুজনেই সুস্থ আছে।
ইয়াদগির: স্কুলের শৌচাগারে সন্তান প্রসব করল নবম শ্রেণির ছাত্রী। কর্নাটকের সরকারি আবাসিক স্কুলের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ১৭ বছরের ওই নাবালিকা মা এবং সদ্যোজাত দুজনেই সুস্থ আছে। তবে মনে করা হচ্ছে স্কুল ও হস্টেল কর্মীদের গাফিলতিতেই ঘটনা ঘটেছে। কর্ণাটক শিক্ষা প্রতিষ্ঠান সোসাইটির নির্বাহী পরিচালক কান্থারাজু কর্তব্যে অবহেলার অভিযোগে স্কুলের অধ্যক্ষ, হস্টেল ওয়ার্ডেন, বিজ্ঞান শিক্ষক এবং শারীরিক শিক্ষককে বরখাস্ত করেছেন। কোনও কর্মীই ছাত্রীটির আচরণগত কোনও পরিবর্তন লক্ষ্য করেননি।
বরখাস্তের আদেশে এও বলা হয়েছে, নবম শ্রেণিতে ছাত্রীর উপস্থিতি ছিল মাত্র ১০ শতাংশ। শ্রেণিশিক্ষক হিসাবে নারসিংহ মূর্তি দায়িত্ব পালন করেননি বলে অভিযোগ। তাঁর শারীরিক অবস্থার রিপোর্ট প্রধান শিক্ষকের কাছে পাঠানোর দায়িত্ব ছিল শ্রীধরের।
advertisement
advertisement
জেলা শিশু সুরক্ষা কর্মকর্তা নির্মলার অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে। উত্তর কর্ণাটকের শাহাপুর জেলাটি বেঙ্গালুরু থেকে ৫৫০ কিলোমিটার দূরে অবস্থিত। ডেপুটি কমিশনার হর্ষল ভোয়ার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 29, 2025 2:58 PM IST