অঙ্ক প্রশ্ন কঠিন, সংসদে আলোচনা

Last Updated:

‘আপনারা অঙ্ক করে দেখান !’ সিবিএসসি ১২-এর অঙ্ক পরীক্ষা দিয়ে বেরিয়ে বোর্ডের বিরুদ্ধে এমনই মন্তব্য ছাত্র-ছাত্রীদের ৷ সঙ্গে অভিযোগ অঙ্ক প্রশ্নটি পরীক্ষার আগেই ওয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে ৷ শুধু তাই প্রশ্নপত্রটি বেশি মাত্রায় দীর্ঘ বলেও অভিযোগ করেন কিছু ছাত্র-ছাত্রীরা ৷

#নয়াদিল্লি: ‘আপনারা অঙ্ক করে দেখান !’ CBSE ১২-এর অঙ্ক পরীক্ষা দিয়ে বেরিয়ে বোর্ডের বিরুদ্ধে এমনই মন্তব্য ছাত্র-ছাত্রীদের ৷ সঙ্গে অভিযোগ অঙ্ক প্রশ্নটি পরীক্ষার আগেই ওয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে ৷ শুধু তাই প্রশ্নপত্রটি বেশি মাত্রায় দীর্ঘ বলেও অভিযোগ করেন কিছু ছাত্র-ছাত্রীরা ৷ ছাত্র-ছাত্রীদের ক্ষোভের আঁচ গিয়ে পৌঁছয় সংসদের অন্দরেও ৷ বুধবার সংসদীয় মন্ত্রী ভেংঙ্কাইয়া নাইডু, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানিকে অনুরোধ করেন বিষয়টিকে নজরে আনতে ৷ সঙ্গে নাইডু জানান, ‘অঙ্ক প্রশ্ন সত্যিই ছিল কঠিন ৷ কিছু প্রশ্ন ভালো পড়ুয়ারাও উত্তর দিতে পারেনি ৷’ অন্যদিকে স্মৃতি ইরানি ছাত্র-ছাত্রীদের প্রশ্ন ফাঁস করার অভিযোগকেও ভ্রান্ত বলে মন্তদব্য করেছেন ৷ CBSE -র তরফ থেকে জানানো হয়েছে, খাতা দেখার সময় প্রশ্ন কঠিনের বিষয়টি যথাসম্ভব মাথায় রাখা হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অঙ্ক প্রশ্ন কঠিন, সংসদে আলোচনা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement