ট্রাম্পের সফরের আগেই CAA বিরোধিতায় উত্তাল জাফরাবাদ, বিক্ষোভকারীদের হঠাতে কাঁদানে গ্যাস পুলিশের
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
মৌজপুরে পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টির অভিযোগ। বিক্ষোভকারীদের হঠাতে পাল্টা পুলিশের কাঁদানে গ্যাস।
#নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের আগে ফের CAA বিরোধী বিক্ষোভে উত্তপ্ত রাজধানী দিল্লি । মৌজপুরে পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টির অভিযোগ। বিক্ষোভকারীদের হঠাতে পাল্টা পুলিশের কাঁদানে গ্যাস। জাফরাবাদ মেট্রো স্টেশন বন্ধ। মৌজপুর থেকে বাবরপুর পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ।
এ যেন ঠিক আরেকটা শাহিনবাগ। বার দিল্লির জাফরাবাদে উঠল প্রতিবাদের আওয়াজ। আজাদি স্লোগান। CAA বিরোধী বিক্ষোভে উত্তাল দিল্লির জাফরাবাদ-মৌজপুর। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ। পাল্টা কাঁদানে গ্যাস পুলিশের। বন্ধ রাজধানীর তিন মেট্রো স্টেশন।
শনিবার থেকে জমায়েত শুরু হয় জাফরাবাদ মেট্রো স্টেশনের কাছে। CAA বিরোধী পোস্টার, স্লোগান তুলে রাস্তা আটকে বসে পড়েন মহিলারা। সিলামপুর থেকে মৌজপুর ও যমুনা বিহার যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল।
advertisement
advertisement
মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। বন্ধ করে দেওয়া হয় জাফরাবাদ মেট্রো স্টেশন। কোনও ট্রেন সেখানে দাঁড়াবে না বলে জানায় মেট্রো কর্তৃপক্ষ। বেলা গড়াতেই মৌজপুরে নতুন করে শুরু হয় বিক্ষোভ। পুলিশকে লক্ষ করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। বিক্ষোভকারীদের হঠাতে পালটা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও নিরাপত্তারক্ষী মোতায়েন ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 23, 2020 8:17 PM IST