#নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের আগে ফের CAA বিরোধী বিক্ষোভে উত্তপ্ত রাজধানী দিল্লি । মৌজপুরে পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টির অভিযোগ। বিক্ষোভকারীদের হঠাতে পাল্টা পুলিশের কাঁদানে গ্যাস। জাফরাবাদ মেট্রো স্টেশন বন্ধ। মৌজপুর থেকে বাবরপুর পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ।এ যেন ঠিক আরেকটা শাহিনবাগ। বার দিল্লির জাফরাবাদে উঠল প্রতিবাদের আওয়াজ। আজাদি স্লোগান। CAA বিরোধী বিক্ষোভে উত্তাল দিল্লির জাফরাবাদ-মৌজপুর। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ। পাল্টা কাঁদানে গ্যাস পুলিশের। বন্ধ রাজধানীর তিন মেট্রো স্টেশন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anti-CAA protest, CAA protest Jaffrabad, CAA protest Shinbag, Delhi Protest