CAA Protest: উত্তর প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে ১২, গোরক্ষপুরে ১৪৪ ধারা জারি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ গোরক্ষপুরে জারি করা হয়েছে ১৪৪ ধারা
#লখনউ: শুক্রবারের বিক্ষোভের জেরে আজও থমথমে উত্তর প্রদেশ। বৃহস্পতিবারের পর শুক্রবার। ফের অশান্তির আগুন উত্তর প্রদেশে, আবারও ঝরল প্রাণ। এ দিনের পর এখন মৃতের সংখ্যা বেড়ে হল ১২। এই নিয়ে সিএএ বিরোধী প্রতিবাদে ১৪ জনের মৃত্যু হল। আজ উত্তরপ্রদেশে সব স্কুল-কলেজ বন্ধ।
মীরঠে ৪ বিক্ষোভকারীর মৃত্য়ু হয়েছে বলে খবর। বারাণসীতে পদপিষ্ট হয়ে মারা গিয়েছে ৮ বছরের একটি ছেলে। শুক্রবার, বিজনোরে ২ জন, ফিরোজাবাদ, কানপুর নগর, মীরঠ এবং সম্বলে ১ জন করে বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে জানা গয়েছিল। পড়ে রাতে মেরঠে মৃতের সংখ্যা ১ থেকে বেড়ে ৩ হয়ে যায়।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ গোরক্ষপুরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। বারাণসী ও লখনউ-সহ মোট ২১টি জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। জেলায় ইন্টারনেট বন্ধ। আলিগড়ে পাথর ছোড়ার অভিযোগে ৩৫ জন চিহ্নিত করে পুলিশ। কানপুরে ১৫ হাজার এফআইআর, ধৃত ৩৯। ২০০ জন অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে এফআইআর। দোষীদের চিহ্নিত করলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা। বিজনউরে রাতভর তল্লাশিতে ধৃত ৪০০ জন। বুলন্দশহরে সিসিটিভি ফুটেজ দেখে ধৃত ১২।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 21, 2019 11:38 AM IST