#লখনউ: বজরং দল ও ভিএইচপি ‘ধর্মীয় জঙ্গি সংগঠন’ ৷ সিআইএ-র তকমায় ক্ষুব্ধ ভিএইচপি নেতৃত্ব ৷ অন্যদিকে, আরএসএস-কে ‘জাতীয়তাবাদী সংগঠন’ বলে বিপাকে সিআইএ ৷
এই ঘটনাকে কেন্দ্র করেই তীব্র বিতর্ক তৈরি হয়েছে ৷ বিশ্ব হিন্দু পরিষদের নেতা সুরেন্দ্র জৈন ইতিমধ্যেই আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ৷ তিনি বলেন, ‘অবিলম্বে তকমা প্রত্যাহার করতে হবে ৷ তা না হলে বিশ্বজুড়ে আন্দোলন হবে ৷’
আরও পড়ুন: রেল দুর্ঘটনা রুখতে IIT-র পড়ুয়ারা তৈরি করলেন রোবট
ভিএইচপি, বজরং দল এবং আরএসএস-ই নয় ৷ এছাড়াও আরও দু’টি সংগঠনকে ‘পলিটিক্যাল প্রেসার গ্রুপ অ্যান্ড লিডারস’-র তকমা দিয়েছে ৷ অন্যদিকে, হুরিয়াত-কে বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং মেহমুদ মাদানি-র নেতৃত্বে জামিয়াত উলেমা-হিন্দ-কে ধর্মীয় সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করেই বিতর্ক চরমে ৷ শুধু বিতর্কিত নামকরণই নয় ৷ একইসঙ্গে সিআইএ-র তৈরি ভারতের মানচিত্র নিয়েও বিতর্ক তৈরি হয়েছে ৷ কারণ সিআইএ-র তৈরি মানচিত্রে পাক অধিকৃত কাশ্মীরের কোনও অংশই নেই ৷
বজরং দল ৷ ১৯৮৪ সালে তৈরি হয় দলটি ৷ সারা দেশে ২,৫০০টি আখরা রয়েছে বজরং দলের ৷ যারা অযোধ্যায় রামমন্দির তৈরির দাবি জানিয়েছিলেন ৷ তাই বজরং দলের প্রতি সাধারণ মানুষের আবেগও জড়িয়ে রয়েছে ৷ সেই কারণেই বজরং দলকে ‘ধর্মীয় জঙ্গি সংগঠন’ তকমা দিতেই জোরাল প্রতিবাদে সামিল হয়েছে বজরং দলের অনুগামীরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bajrang Dal, CIA, RSS, VHP