রেল দুর্ঘটনা রুখতে IIT-র পড়ুয়ারা তৈরি করলেন রোবট

Last Updated:

রেল ট্র্যাকে সামান্য ফাটল ! তা থেকেই হতে পারে ভয়াবহ দুর্ঘটনা ৷ লাইন বিচ্যুতির ফলেই ঘটে থাকে বেশিরভাগ রেল দুর্ঘটনা ৷

#চেন্নাই: রেল ট্র্যাকে সামান্য ফাটল ! তা থেকেই হতে পারে ভয়াবহ দুর্ঘটনা ৷ লাইন বিচ্যুতির ফলেই ঘটে থাকে বেশিরভাগ রেল দুর্ঘটনা ৷ সেই কারণে এবার রেল দুর্ঘটনা রুখতে অভিনব উদ্যোগ নিল আইআইটি মাদ্রাসের পড়ুয়ারা ৷
বিল্ডিং, সেতু এবং রেল ট্র্যাক তৈরি করেই শুধু দায় এড়িয়ে যেতে পারেন না সিভিল ইঞ্জিনিয়াররা ৷ এই সমস্ত বিল্ডিংগুলির নির্মাণের পর রক্ষণাবেক্ষণেরও প্রয়োজন হয় ৷ সেই কারণে ভারতীয় রেলের তরফ থেকে রাখা হয়েছে বিশেষ গ্যাং ম্যান ৷ যারা রেলের সামান্য ত্রুটি বিচ্যুতি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন ৷ পরিসংখ্যান বলছে, রেলের ত্রুটি বিচ্যুতি পরীক্ষা করতে গিয়ে প্রতি বছর প্রায় কমবেশী ৪০০ জন গ্যাং ম্যান রেলট্র্যাক পরীক্ষা করতে গিয়ে দুর্ঘটনায় নিহত হন ৷ তাই গ্যাং ম্যানদের মৃত্যু রুখতে ইন্ডিয়ান ইনস্টিটিউটের অফ টেকনলজির পড়ুয়ারা এই নয়া রোবট তৈরি করেছেন ৷ যা রেলওয়ে ট্র্যাকে পরীক্ষা করবে ৷ যদি ২সেমি-ও কোনও ফাটল থাকে রেল ট্র্যাকে ৷ তাহলে সেই ফাটলও শনাক্ত করতে পারবে পড়ুয়াদের তৈরি এই রোবট ৷
advertisement
advertisement
Source: COI IIT-M Source: COI IIT-M
এই বিশেষ রোবটটি ১.৫ফুট লম্বা ৷ এছাড়াও রোবটটির রয়েছে ছ’টি চাকা ৷ রোবটটি প্রতি সেকেন্ডে ১ মিটার ছুটবে এবং রেল ট্র্যাকের উপর দিয়ে প্রয়োজনে কখনও এগোবে আবার কখনও পিছবে ৷ এই রোবটটির মধ্যে রয়েছে বিশেষ সেন্সর ৷ যা রেল ট্র্যাকের ভিতর থেকে সমস্ত ডেটা নিয়ে মাইক্রোকন্ট্রোলার(মাইক্রোচিপ)-এ পাঠাবে ৷ কারণ এই ডিভাইসটির ভিতরেই রয়েছে একটি জিপিএস মডিউল এবং জিএসএম ৷ সেখান থেকেই সরাসরি রেলট্র্যাক ফাটল সংক্রান্ত সমস্ত তথ্য চলে যাবে মাইক্রোকন্ট্রোলাপরে ৷ এরপর রেল কর্মীরা মাইক্রোকন্ট্রলারে থাকা চিপ থেকেই জানতে পারবেন রেল লাইনের ভিতরে কোথায় ফাটল রয়েছে ৷ আর এই সম্পূর্ণ প্রক্রিয়াটিই হবে স্বয়ংক্রিয়ভাবে ৷
advertisement
উল্লেখ্য, এই রোবটটিকে আলাদা করে চার্জ দেওয়ার প্রয়োজন নেই ৷ কারণ এই রোবটটির সঙ্গেই যুক্ত রয়েছে সোলার প্যানেল ৷ তাই আলাদা করে ব্যাটারি কিংবা বিদ্যুৎ সংযোগের কোনও প্রয়োজন নেই ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রেল দুর্ঘটনা রুখতে IIT-র পড়ুয়ারা তৈরি করলেন রোবট
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement